ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ লক্ষ্মী পূজা

প্রকাশিত: ১১:৩২, ১৩ অক্টোবর ২০১৯

আজ লক্ষ্মী পূজা

বিশেষ প্রতিনিধি ॥ আজ লক্ষ্মী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবটি আবার কোজাগরী লক্ষ্মী পূজাও বলা হয়। কোজাগরি অর্থ ‘কে জেগে আছো’। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বছরের সবচেয়ে উজ্জ্বল রাত আশ্বিনের পূর্ণিমা তিথিতে ধনসম্পদ, প্রাচুর্য, সৌন্দর্য্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী বিঞ্চুলোক হতে পৃথিবীতে নেমে আসেন এবং মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ‘কে জেগে আছো’ প্রশ্ন করেন। তাই লক্ষ্মী পূজা ভক্তদের কাছে কোজাগরী পূজাও। দুর্গা পূজা শেষ হতে না হতেই হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ঘরে ঘরে এখন লক্ষ্মী পূজার ধুম পড়েছে। এই পূজা হিন্দু সম্প্রদায়ের প্রায় সকল শ্রেণী-পেশার মানুষ করেন, তাই দেশের প্রতিটি বাজার ছেয়ে গেছে পূজার উপকরণে। এই পূজাতে প্রয়োজন হয় ধানের শীষ, কাঁচা সুপারি, কলাপাতা, কলা গাছের খোল, আল্পনাসহ আরও নানা সামগ্রী। মঙ্গলঘট, ধানের ছড়ার সঙ্গেই গৃহস্থের আঙ্গিনায় আজ শোভা পাবে চালের গুঁড়ো আল্পনায় মা লক্ষ্মীর ছাপ। মা লক্ষ্মীর পা আঁকা হবে বহু বাড়ির প্রবেশপথে। প্রায় প্রতিটি বাঙালী হিন্দুর ঘরে লক্ষ্মী পূজা করা হয়। আজ সারাদেশের বিভিন্ন মন্দির ও ম-পের পাশাপাশি হিন্দুদের ঘরে ঘরে সকালে পূজার আনুষ্ঠানিকতা শেষে অঞ্জলি, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন করা হবে। পূজা-অর্চনার পাশাপাশি ঘর-বাড়ির আঙ্গিনায় আঁকা হবে লক্ষ্মীর পায়ের ছাপের আল্পনা। রাজধানীর ঢাকেশ^রী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ মন্দির, রামসীতা মন্দির, পঞ্চানন্দ শিব মন্দির, গৌতম মন্দির, রাধা মাধব বিগ্রহ মন্দির, রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দিরসহ বিভিন্ন মন্দির এবং পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর, ফরাশগঞ্জ, লক্ষ্মীবাজারসহ বিভিন্ন এলাকায় ঘরোয়া পরিবেশে আজ রবিবার লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে।
×