ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাবিতে তল্লাশি অভিযান ও সিসিটিভি ক্যামেরা স্থাপন হচ্ছে

প্রকাশিত: ১১:৩১, ১৩ অক্টোবর ২০১৯

রাবিতে তল্লাশি অভিযান ও সিসিটিভি ক্যামেরা স্থাপন হচ্ছে

রাবি সংবাদদাতা ॥ সম্প্রতি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকা-ের পর শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে নড়েচড়ে বসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (প্রশাসন)। আবাসিক হলগুলো দখলমুক্ত ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান পরিচালনা, সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক হল প্রাধ্যক্ষ। এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে বিশ^বিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে পুলিশের উপস্থিতিতে তল্লাশি চালায় হল প্রশাসন। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ^বিদ্যালয়ের আবাসিক হলগুলো পুরোপুরি ছাত্রলীগের দখলে। আবাসিক শিক্ষার্থীরা জিম্মি হয়ে পড়েছেন নেতাকর্মীদের কাছে। ন্যায্যতার ভিত্তিতে সিট বরাদ্দেও ছাত্রলীগের দাপটে অসহায় হল প্রাধ্যক্ষরা। হলে সিট পেতে হলে ছাত্রলীগের কাছে শিক্ষার্থীদের ধরণা দিতে হয়। এছাড়া নেতাকর্মীদের সঙ্গে পূর্বশত্রুতা ও চাঁদাবাজির জন্য প্রায়শই শিক্ষার্থীদের শিবির ও মাদক কারবারি সন্দেহে পেটানো হয় বলেও অভিযোগ রয়েছে। এতে নিরাপত্তা সঙ্কটে রয়েছেন বলে জানিয়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। তবে ছাত্রলীগ শিবির বা মাদক কারবারি সন্দেহে কাউকে পেটানো হয় না বলে দাবি করেছেন রাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। এই ব্যাপারে হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. আবু শামস মোঃ রেজাউল হাসান করিম বকসী জানান, বুয়েটে আবরার হত্যাকা-ের ঘটনার পর আমাদের হলগুলোতে যেন এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্য গত বৃহস্পতিবার উপাচার্যের নেতৃত্বে নিরাপত্তা বিষয়ে বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। হলগুলোতে তল্লাশি অভিযানের ব্যাপারে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তা কার্যকর করা হবে। হলগুলোতে সন্দেহজনক কোন কার্যক্রমের তথ্য পেলে পুলিশ যে কোন হলে তল্লাশি অভিযান চালাবে।
×