ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ॥ লোগো ও পোস্টার বাছাই নিয়ে সভা

প্রকাশিত: ১১:২৯, ১৩ অক্টোবর ২০১৯

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ॥ লোগো ও পোস্টার বাছাই নিয়ে সভা

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে লোগো ও পোস্টার বাছাইয়ের চূড়ান্ত কার্যক্রম নিয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অপর একটি সভায় মুজিববর্ষ (হানড্রেড ইয়ার্স অব মুজিব) শীর্ষক ওয়েবসাইটের বিষয়বস্তু চূড়ান্ত করার উদ্দেশে আলোচনা করা হয়। শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই দুটি সভা অনুষ্ঠিত হয়। খবর বাসসর। সভায় মুজিববর্ষের ওপর সারা দেশ থেকে জমা পড়া ২৩৮৭টি লোগোর মাঝ থেকে ১৩টি লোগো বাছাই করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপনের জন্য সর্বসম্মতিক্রমে সেরা ৫টি লোগো বাছাই করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে লোগো বাছাই কমিটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাতীয় বাস্তবায়ন কমিটির মুখ্য সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, দেশের বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, হাশেম খান, অধ্যাপক রফিকুন্নবী, চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, সাংবাদিক অজয় দাশগুপ্ত, ডাঃ নুজহাত চৌধুরী এবং ফারজানা আহমেদ। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এনএম জিয়াউল আলম, এটুআই প্রকল্পের পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান এবং লোগোসমূহ সমন্বয়ের দায়িত্বে থাকা এটুআই প্রকল্পের কর্মকর্তা পূরবী মতিন। ২০২০ সালের ১৭ মার্চে বঙ্গবন্ধুর শততম জন্মদিন, মুজিববর্ষের শুভ সূচনাও হবে তখন। এই উপলক্ষে গঠিত হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। সবার অংশগ্রহণের উদ্দেশে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় লোগো ও পোস্টার ডিজাইন আহবান করে জাতীয় বাস্তবায়ন কমিটি। বিপুল সাড়া পড়েছিল প্রতিযোগীদের মাঝে। বাঙালী জাতির আবেগময় ভালবাসার সব রকম প্রকাশ ঘটতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদ্যাপনের আয়োজনে। এর মধ্য দিয়ে জাতি দেশের স্বাধীনতার স্থপতিকে জানাতে চায় আন্তরিক কৃতজ্ঞতা। এছাড়া পোস্টার বাছাই কমিটির সভায় সভাপতিত্ব করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মুখ্য সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এছাড়া শিল্পী মোস্তফা মনোয়ার, হাশেম খান, অধ্যাপক রফিকুন্নবী, নিসার হোসেন, ফারজানা আহমেদ, মোঃ মহিববুর রহমান, রাজু আহম্মদ খান, মোঃ ইউসুফ আলী খান হীরা, মাহমুদুল হাছান খান, সব্যসাচী হাজরা এবং পোস্টার বাছাই কমিটির সদস্য সচিব মুহাম্মদ আরিফুজ্জামান নূরনবীর উপস্থিতিতে বঙ্গবন্ধুর অমর উক্তিমালা সর্বসাধারণের কাছে পোস্টারের মাধ্যমে উপস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এখনও এই উক্তিগুলো প্রাসঙ্গিক, মানুষকে উজ্জীবিত করতে সক্ষম বলে মতামত দেন কমিটির সদস্যরা। এদিকে মুজিববর্ষ (হানড্রেড ইয়ার্স অব মুজিব) শীর্ষক ওয়েবসাইটের বিষয়বস্তু নির্ধারণের সভায় সভাপতি ছিলেন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সভায় উপস্থিত ছিলেন জাতীয় বাস্তবায়ন কমিটির মুখ্য সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সুচিন্তা বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতীম দেব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোঃ খলিলুর রহমান, একান্ত সচিব ওয়াহিদা আক্তার, উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন, ওয়েবসাইট কমিটির সদস্য সচিব ব্যারিস্টার শাহ্ আলী ফরহাদ।
×