ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভৈরবে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, পালিয়ে গেছেন ডাক্তার

প্রকাশিত: ১১:২৬, ১৩ অক্টোবর ২০১৯

ভৈরবে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, পালিয়ে গেছেন ডাক্তার

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১২ অক্টোবর ॥ ভৈরবে মা ও শিশু জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় রানু বেগম (২৭) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ শনিবার সকালে করসন ও লেসিস নামের দুটি ইনজেকশন দেয়ার ৫ মিনিটের মধ্য শরীর কাঁপুনি দিয়ে মারা যায়। ডাক্তারের ভুলের কারণেই রোগীর মৃত্যু ঘটে বলে অভিযোগ করা হয়েছে। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মানিকনগর গ্রামের শাহজাহানের স্ত্রী নিহত রানু বেগম। ঘটনার পর পর হাসপাতালের ডাক্তারগণ পালিয়ে যান। এ সময় হাসপাতাল এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।
×