ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে নির্মিত হবে আন্তর্জাতিক মানের ফিল্ম সিটি ॥ তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১১:২৬, ১৩ অক্টোবর ২০১৯

বাংলাদেশে নির্মিত হবে আন্তর্জাতিক মানের ফিল্ম  সিটি ॥ তথ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, বঙ্গবন্ধু ঘোষণা দিয়ে মদ ও জুয়া নিষিদ্ধ করেছেন, আর তৎকালীন তিন বাহিনীর প্রধান ও সামরিক শাসক প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সকল ক্ষমতা ব্যবহার করে ক্যান্টনমেন্টে বসে মদ ও বারের লাইসেন্স দিয়েছেন। এটি দেশবাসী জানেন। তিনি বলেন, বিএনপি’র আমল থেকেই এ দেশে শুরু হয় ক্যাসিনো ব্যবসা। মীর্জা আব্বাস থেকে শুরু করে বিএনপি নেতা বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান ক্যাসিনো ব্যবসা শুরু করেছিলেন। লোকমান ও জি.কে. শামীম তাদেরই তৈরি প্রোডাক্ট। তাদের কাছ থেকেই লন্ডনে বসে তারেক রহমান এসবের ভাগ নিতেন এবং বিলাস জীবনযাপন করছেন। অথচ বিএনপি নেতারা এখন ক্যাসিনো ব্যবসা নিয়ে প্রশ্ন তুলছেন। শনিবার বিকেলে মন্ত্রী গাজীপুরের কবিরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
×