ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অক্টোবরে দিনে ১২শ’ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

প্রকাশিত: ১১:২৫, ১৩ অক্টোবর ২০১৯

অক্টোবরে দিনে ১২শ’ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

স্টাফ রিপোর্টার ॥ অক্টোবরেও দৈনিক গড়ে ১২শ’ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত ১২ দিনে প্রতিদিন গড়ে ৩০২ জন নতুন রোগী ভর্তি হয়েছে। সরকারী পরিসংখ্যানে অক্টোবর মাসে এখনও কোন ডেঙ্গু রোগীর মৃত্যু ঘটেনি। দেশের ডেঙ্গু পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ বছর জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত সর্বমোট ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা যথাক্রমে ৯১,৫৭৯ জন ও ৮০,১০৪ জন। রাজধানীর তুলনায় ঢাকার বাইরে তিনগুণ বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছে । স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে প্রাপ্ত তথ্যের পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা যথাক্রমে ২২৬। এদের মধ্যে ঢাকায় নতুন ভর্তি ৭২ এবং ঢাকার বাইরে ১৫৪। সারাদেশে বর্তমানে ভর্তি ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সর্বমোট সংখ্যা ১২৩৩ জন। ঢাকা মহানগরীতে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৩২ জন এবং ঢাকার বাইরে ৮০১ জন। রোগতত্ত্ব , রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৪২ জনের মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। তাদের মধ্যে আইইডিসিআর ১৫১ জনের মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ৯৩ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে বলে জানিয়েছে আইইডিসিআর।
×