ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৈকত পরিষ্কারে মোদি

প্রকাশিত: ১১:২৪, ১৩ অক্টোবর ২০১৯

সৈকত পরিষ্কারে মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রায়ই ‘ব্যতিক্রমী’ কিছু করতে দেখা যায়। পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে হাত মিলিয়ে আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে, মাটিতে পড়ে যাওয়া ফুল কুড়িয়েও শিরোনাম হয়েছেন তিনি। এবারও তেমনই একটি কাজ করে আলোচিত মোদি। শনিবার সকালে সমুদ্র সৈকতের বোতল কুড়াতে দেখা গেছে তাকে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে এখন অবস্থান করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মোদি। শনিবার সকালে হাঁটার জন্য বের হন ভারতের প্রধানমন্ত্রী। তিনি চেন্নাইয়ের কোভালাম সৈকতে যান। সেখানে তিনি বোতলসহ সৈকতের আবর্জনা পরিষ্কার করেন। মোদি তার টুইটার এ্যাকাউন্টে সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ করে লিখেছেন, আজ সকালে মামাল্লাপুরমের একটি সৈকতে আবর্জনা পরিষ্কার করছিলাম। যার স্থায়িত্ব ছিল ৩০ মিনিট। আসুন আমরা আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, দেশের সুস্বাস্থ্য নিশ্চিত করি। টুইটারে তার ওই ভিডিওটি নিয়ে কথা বলেছেন লাখো মানুষ। প্রধানমন্ত্রী মোদির টুইট পুনরায় টুইট করেছেন ২০ হাজার মানুষ। আর ভিডিওটি দেখেছেন সাড়ে তিন লাখের বেশি মানুষ। অনেকে এর প্রশংসা করলেও কেউ কেউ অবশ্য বিষয়টিকে রাজনৈতিক ফায়দা হাসিলের উপায় হিসেবে অভিহিত করেছেন। -ইন্ডিয়া টাইমস
×