ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সীমান্ত হত্যা বন্ধে নিজেদেরও দায়িত্বশীল হতে হবে ॥ মোমেন

প্রকাশিত: ১১:২১, ১৩ অক্টোবর ২০১৯

সীমান্ত হত্যা বন্ধে নিজেদেরও দায়িত্বশীল হতে হবে ॥ মোমেন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, সীমান্ত হত্যা বন্ধে ঢালাওভাবে ভারতকে দোষারোপ না করে আমাদের নিজেদেরও দায়িত্বশীল হতে হবে। মন্ত্রী বলেন, সম্প্রতি সীমান্ত হত্যাকাণ্ড উল্লেখযোগ্য হারে কমে গেছে। আর যারা মারা যাচ্ছে, তাদের অধিকাংশই চোরাকারবারের সঙ্গে জড়িত। শনিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, ২০০১-২০০২ ও ২০০৩ সালে প্রতিবছর শতাধিক লোক মারা যেত। কিন্তু গত বছর মাত্র ৩/৪ লোক মারা গেছে। অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেছে কিংবা চুরি করতে গেছে। অবৈধভাবে প্রবেশ করা বন্ধ হলে বর্ডারে হত্যাও বন্ধ হবে। ভারতে পানি ও গ্যাস দেয়া নিয়ে মানুষের মধ্যে তথ্যবিভ্রাট রয়েছে বলেও এক প্রশ্নের জবাবে জানান মন্ত্রী। তিনি বলেন, ফেনী নদীর পানির চুক্তির মাধ্যমে ভারতকে দায়বদ্ধতার মধ্যে ফেলেছে বাংলাদেশ। এটা বাংলাদেশের মহানুভবতা। তিনি বলেন, ভারতকে আমরা খাবার পানি দিয়েছি বিষয়টি নিয়ে ভুল তথ্য প্রচার হচ্ছে। মাত্র ছয় হাজার লোকের একটি শহরে আমরা খাবার পানি দিচ্ছি। আগে তারা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে এর চেয়ে বেশি পানি নিয়ে গেছে। এখন চুক্তি হওয়ায় নির্ধারিত পরিমাণ পানি তারা নেবে এবং ভারত সরকার বিষয়টি তদারকি করবে। তিনি আরও বলেন, এই পানি দেয়ার মাধ্যমে আমরা ভারতকে বোঝালাম আমাদের মন অনেক বড়। সেই সঙ্গে তাদেরকে একটা দায়বদ্ধতার মধ্যে রাখলাম। মন্ত্রী আরও বলেন, আমদানিকৃত গ্যাস বাংলাদেশ রূপান্তর করে ভারতে বিক্রি করবে। এতে উল্টো বাংলাদেশই লাভবান হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের গ্যাস ভারতে বিক্রি করা হচ্ছে না। বিদেশ থেকে গ্যাস কিনে সেটি প্রক্রিয়াজাত করে সেই গ্যাস ভারতের কাছে বিক্রি করা হবে। এটি বাংলাদেশের জন্য সুখবর। নতুন একটি বাজার আমরা পেয়েছি।
×