ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাট্য সংগঠক আমর হোসেন মন্টুর চিকিৎসা সহায়তা দাবি

প্রকাশিত: ০৯:৩৯, ১৩ অক্টোবর ২০১৯

নাট্য সংগঠক আমর হোসেন মন্টুর চিকিৎসা সহায়তা দাবি

সংস্কৃতি ডেস্ক ॥ জয়পুরহাটের আক্কেলপুর থিয়েটারের অন্যতম একজন নিবেদিত প্রাণ, নাট্যসংগঠক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের আদর্শবান কর্মী আমর হোসেন মন্টু। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আমর হোসেন মন্টুর প্রজ্বালিত আলোক শিখা নিভুনিভু করছে, প্রদীপের সলতেটাকে কয়েক জোড়া হাত একটু এগিয়ে দিলে নিভুনিভু জ্বলতে থাকা প্রদীপের আলোটা ঘরময় ছড়িয়ে পড়তে পারে। অথচ এত দিনের চিকিৎসায় তার পরিবার প্রায় সর্বস্বান্ত হওয়ার পথে। আমর হোসেন মন্টু বাঁচতে চান। হাসপাতালের বিছানায় শুষ্ক চোখে তাকিয়ে থাকেন। কোন নাট্যকর্মী দেখা করতে গেলে তার শীর্ণ হাত দিয়ে চেপে ধরেন বহুদিনের চেনা মঞ্চসাথীকে। হয়ত বলতে চান, একটু কিছু করেন আমার জন্য বা অন্য কিছু। আমর হোসেন মন্টুর চিকিৎসার জন্য অর্থনৈতিক সাহায্য দরকার। যদি কেউ মন্টু ভাইয়ের পাশে দাঁড়াতে চান তাহলে বাংলাদেশ প্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়নার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে তৌফিক হাসান ময়নার সঙ্গে ০১৭১১-৮৬৯৭৪৯ এই নাম্বারে যোগাযোগ করা যাবে।
×