ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লৌহজংয়ে প্রতিহিংসার আগুনে ৭০ মণ ধান ছাই

প্রকাশিত: ০৯:৩৬, ১৩ অক্টোবর ২০১৯

লৌহজংয়ে প্রতিহিংসার আগুনে ৭০ মণ ধান ছাই

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার খিদিরপাড়ার বাসুদিয়া গ্রামে পতিপক্ষের আগুনে আয়নাল মোল্লার বসতবাড়ির প্রায় ৭০ মণ ধানসহ মালামাল পুড়ে গেছে। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছে শিশুসহ পরিবারের সদস্যরা। আয়নাল মোল্লার ভাই আনোয়ার হোসেন মোল্লা ও আয়নাল মোল্লার মেয়ে মালা বেগম জানান, শুক্রবার বিকেলে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সমর্থক আলাউদ্দিন, রাসেল, কয়েল, হালিম শেখসহ প্রায় ৩০ জন লোক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ির সামনে এসে অশিম মোল্লাকে (২৮) মারধর করে। এ ঘটনায় লৌহজং থানায় একটি অভিযোগ দেয়া হলে রাতে পুলিশ আসে। পরে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত ৩টার দিকে আমাদের ঘোলাঘর ও অন্য একটি ঘরে আগুন দেয় পতিপক্ষের লোকজন। পরে আগুন টের পেয়ে প্রতিবেশীরা এসে নেভাতে সক্ষম হয়। এর আগেই প্রায় ৭০ মণ ধান ও মালামাল পুড়ে যায়। ভুক্তভোগীরা জানান, কেউ টের না পেলে ঘুমন্ত শিশুসহ অন্য সদস্যরাও পুড়ে যেতেন। এ ব্যাপরে ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ তুচ্ছ ঘটনার কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির কথা স্বীকার করে বলেন, আগুনের ঘটনার সঙ্গে আমার লোকজন জড়িত নয়। বরং নিজেরা নিজেদের গোলায় আগুন দিয়ে আমার লোকজনকে মামলায় ফাঁসাতে আগুনের ঘটনা ঘটিয়েছে। ইএসডিওর মহাত্মা এ্যাওয়ার্ড অর্জন জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ভারত-ইউএসএ ভিত্তিক মহাত্মা এ্যাওয়ার্ড ফর গুড -২০১৯ ফর সোস্যাল ডেভেলপমেন্ট সম্মাননা অর্জন করেছে। প্রতিবছর বৈশ্বিকভাবে সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে বিশেষত দারিদ্র্য, ক্ষুধা, ব্যাধি দূরীকরণ এবং শিক্ষা, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন, দুর্যোগ মোকাবেলা ও স্বাস্থ্যসেবাকে বিবেচনায় এনে এক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য মহাত্মা এ্যাওয়ার্ড ফর সোস্যাল গুড প্রদান করা হয়। গত ১ অক্টোবর ভারতের রাজধানী দিল্লীতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানকে এ্যাওয়ার্ডটি প্রদান করেন পদ্মভূষণ সম্মাননাপ্রাপ্ত ভারতের প্রখ্যাত মানবহিতৈষী ব্যক্তিত্ব আদিত্য বিড়লা সেন্টার ফর কমিউনিটি ইনিশিয়েটিভস এ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের চেয়ারপার্সন রাজশ্রী বিড়লা। উল্লেখ্য, এ বছর মহাত্মা গান্ধীর দেড়শতম জন্মবার্ষিকী উপলক্ষে এই পদকটি ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এবং বাংলাদেশ থেকে ইএসডিও-ই একমাত্র এই এ্যাওয়ার্ডটি অর্জন করেছে। -বিজ্ঞপ্তি
×