ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ দুই মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত: ০৯:৩৫, ১৩ অক্টোবর ২০১৯

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ দুই মাদক বিক্রেতা নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারিসহ দুইজন নিহত হয়েছে। শনিবার ভোরে টেকনাফ পর্যটন বাজারের উত্তর মালির পাহাড়ের পাদদেশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে নিহতরা হচ্ছে ছয়টি মাদক মামলার আসামি টেকনাফ সদরের হাতিয়ার ঘোনার হাজী হামিদ হোসেনের ছেলে আহমদ হোসেন (৪৫) এবং নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি সেট নম্বর ২৮ এর মৃত কালা মিয়ার পুত্র আব্দুর রহমান (৪৬)। ঘটনাস্থল থেকে দুটি এলজি, চার রাউন্ড গুলি ও পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি। পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুজনকে নিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উখিয়ায় যুবক কক্সবাজারের উখিয়া সদরের মালভিটা গ্রামে শুক্রবার রাতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত শফিকুর রহমানের পুত্র ইলিয়াস (৩৩) নিজ বাড়িতে টমটম (ইজিবাইক) চার্জ দেয়ার সময় এখানে মৃত্যু ঘটেছে। ইলিয়াসের বড় ভাই ইদ্রিস জানান, শুক্রবার সন্ধ্যায় তার বসতবাড়ির উঠানে টমটম চার্জে দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান।
×