ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি

কুমিল্লা মডার্ন হাইস্কুল নিয়ে নানা ষড়যন্ত্রের অভিযোগ

প্রকাশিত: ০৯:৩৩, ১৩ অক্টোবর ২০১৯

কুমিল্লা মডার্ন হাইস্কুল নিয়ে নানা ষড়যন্ত্রের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১২ অক্টোবর ॥ নগরীর ঐতিহ্যবাহী মডার্ন হাইস্কুলটি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলে নিয়ে নানা ষড়যন্ত্রের মাধ্যমে একটি মহল দুর্নীতি ও অনিয়ম করে নানা অজুহাতে লাখ লাখ টাকা আত্মসাত করছে। এছাড়া নানা অনিয়মের কারণে শিক্ষার পরিবেশ বিঘিœত হওয়ায় ঈগল গ্রুপের হাতে এ স্কুলের ৩ শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার দুপুরে নগরীর ঠাকুরপাড়া এলাকার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এমন অভিযোগ তুলে ধরেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১০ এর সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। এমপি আঞ্জুম সুলতানা সীমা ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আফজল খানের মেয়ে। লিখিত বক্তব্যে আঞ্জুম সুলতানা সীমা বলেন, তার বাবা নিজ উদ্যোগে ও অর্থায়নে ১৯৯৩ সালে কুমিল্লা মডার্ন হাইস্কুলটি প্রতিষ্ঠা করেন। ক্রমে শিক্ষার্থী বৃদ্ধি পেতে থাকলে কোটি কোটি টাকা ব্যয়ে জমি ক্রয়ে চার ও পাঁচতলা একাধিক ভবনসহ স্কুলটিতে ১০০টি কক্ষ নির্মাণ করেন। এরপর থেকে স্কুলটি শিক্ষা-খেলাধুলাসহ নানা ক্ষেত্রে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ব্যাপক সুনাম অর্জন করে। ২০১৬ সাল পর্যন্ত এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফলে এ স্কুল কুমিল্লা শিক্ষাবোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ছিল। কিন্তু পরবর্তীতে ওই সালে একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্কুলটির কর্তৃত্ব দখল করে ম্যানেজিং কমিটি গঠন করে এবং ওই কমিটি স্কুলের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যের নামের তালিকা থেকেও তার বাবা ও ভাইয়ের নাম বাদ দেয়। এ নিয়ে মামলা-পাল্টা মামলা চলছে। এ সময় স্কুলটিতে শিক্ষার মানসহ ফলাফলে ধস নামতে শুরু করে। চলতি বছর এসএসসিতে এ স্কুলের ২১ শিক্ষার্থী ফেল করে। তিনি অভিযোগ করে আরও বলেন, স্কুলটিতে শিক্ষক ছাটাই ও নিয়োগ বাণিজ্যসহ শিক্ষার্থীদের থেকে নানা অজুহাতে কতিপয় শিক্ষক-কর্মকর্তা লাখ লাখ টাকা উত্তোলন করে ভাগ-বাটোয়ারা করে নেয়। এভাবে শিক্ষার পরিবেশ বিনষ্ট হওয়ায় ঈগল গ্রুপের হাতে এ স্কুলের ৩ শিক্ষার্থী নিহত হয়। এমতাবস্থায় নানামুখী ষড়যন্ত্রের জালে আটকা পড়ে ৬ সহ¯্রাধিক শিক্ষার্থীর এ প্রতিষ্ঠানটি শিক্ষার পরিবেশ বিঘিœতসহ ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি স্কুলটিকে ষড়যন্ত্রের কবল থেকে উদ্ধার করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আজল খান এ্যাডভোকেট, স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও আফজল খান পতিœ নারগিস সুলতানা, তার ছেলে এফবিসিআইসিআই পরিচালক সিআইপি মাসুদ পারভেজ খান ইমরান প্রমুখ। এ বিষয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ আজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, ওই স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে মামলা চলছে। আদালতের নির্দেশ পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
×