ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে খৎনা

প্রকাশিত: ০৯:৩১, ১৩ অক্টোবর ২০১৯

বিনামূল্যে খৎনা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গিবাড়ি উপজেলার বেশনালে ডাঃ আজিজুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বেশনাল গ্রামে ডাঃ দেলোয়ার হোসেনের বাড়িতে শনিবার দিনব্যাপী ২ হাজার রোগীকে এই চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয় । এই সময় ২০ হতদরিদ্র শিশুকে সুন্নতে খৎনা করানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু। সকালে চিকিৎসা ক্যাম্পটির উদ্বোধন করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ আবু ইউসুফ ফকির। এছাড়া ডাঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ফুটবল দলের আলোচিত খেলোয়াড় মিজানুর রহমান ডন, মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার প্রমুখ। মদ্যপানে বাধা দেয়ায়... স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মদ্যপানে বাধা দেয়ায় এক কলেজছাত্রকে পানিতে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আহত কলেজছাত্রকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার উত্তর বড়মগড়া গ্রামের। শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র মৃদুল শিকারী জানান, উত্তর বড়মগড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ৭ অক্টোবর রাতে স্থানীয় নয়ন জয়ধর, রনি অধিকারী, পঙ্কজ অধিকারী, উজ্জল ও সাগর মদ্যপান করে। এসময় তাদের মদ্যপানে বাধা দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে তাকে পাশের একটি পুকুরে ফেলে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে।
×