ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে ১৪ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ০৯:৩০, ১৩ অক্টোবর ২০১৯

সিদ্ধিরগঞ্জে ১৪ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ও আদমজীর বিহারি ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ১৪ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। তাদের কাছ থেকে ৩৫০টি বিভিন্ন ব্যান্ডের এন্ড্রয়েড স্মার্টফোন, ৯০০টি সাধারণ মোবাইল সেট ও ছিনতাইকৃত ২২ হাজার ৬শ’ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাজ্জাদ হোসেন (২৪), শাহজালাল হাওলাদার (৩২), ৩। হৃদয় (২১), আঃ ছাত্তার (৪৫), মিলন হোসেন (৩৫), আবুল হোসেন (২৫), মোঃ মোস্তফা (৩১), মোঃ আলী আজগর (২১), মোঃ রমজান সরদার (৩১), নাসির উদ্দিন (৪৩), দেলোয়ার হোসেন (৩৫), মোঃ মাহিম মিয়া (২৮), মোঃ হায়দার আলী (৪৫) ও মোঃ শাহজাহান (১৮)। শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে শনিবার বিকেলে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ আলেপ উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। এই ছিনতাইকারী চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড, চিটাগাং রোড ও এর আশপাশের এলাকায় কখনো গার্মেন্টস কর্মী আবার কখনো সাধারণ যাত্রীর ছদ¥বেশে কৌশলে সাধারণ গার্মেন্টস কর্মী ও সাধারণ লোকজনের মানিব্যাগ, মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই করে আসছিল।
×