ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুচ্ছগ্রামের অর্ধশতাধিক ঘর দখলে নিয়েছে প্রভাবশালীরা

প্রকাশিত: ০৯:২৯, ১৩ অক্টোবর ২০১৯

গুচ্ছগ্রামের অর্ধশতাধিক ঘর দখলে নিয়েছে প্রভাবশালীরা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরশেফালী গুচ্ছগ্রামের নতুন নির্মাণাধীন অর্ধশতাধিক ঘর জবরদখল করে নিয়েছে স্থানীয় কতিপয় প্রভাবশালী। জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে চরশেফালী গুচ্ছগ্রাম-১ এর জন্য ৫০টি গৃহ নির্মাণের কাজ শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়। ঘর নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই বুধবার মধ্যরাতে স্থানীয় কতিপয় প্রভাবশালীর নেতৃত্বে ঘরের কাজ অসমাপ্ত অবস্থায়ই সেগুলো দখল করে নেয়া হয়। এসময় ঘর নির্মাণের প্রায় ৬০ বান ঢেউটিন লুট করা হয়েছে। সূত্রে আরও জানা গেছে, শিন্নিরচর এলাকার প্রভাবশালী মুসা বয়াতী এবং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গুচ্ছগ্রামের ঘরগুলো দখল করা হয়েছে। সরেজমিনে আল-আমিন চৌকিদার, শিল্পী বেগম, মাসুদ সিকদার, পারভীন বেগম, জানু বেগমসহ দখল করা ঘরগুলোতে বসবাস করা ব্যক্তিরা স্থানীয় সাংবাদিকদের জানান, তাদের ঘর পাইয়ে দেয়ার কথা বলে ক্ষমতাসীন দলের স্থানীয় কয়েক প্রভাবশালী প্রতি পরিবারের কাছ থেকে ২০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন। পরবর্তীতে তারা জানতে পারেন তাদেরকে ঘর দেয়া হবে না। তাই তারা ঘর দখল করতে বাধ্য হয়েছেন। শনিবার সকালে ঘটনার সত্যতা স্বীকার করে জাঙ্গালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজী জানান, যাদের ঘর নেই এবং যারা প্রকৃত ঘর পাওয়ার উপযোগী তাদেরকে গুচ্ছগ্রামের ঘর দেয়ার জন্য তালিকা তৈরি করা হয়েছে। প্রভাবশালীর ব্যক্তি মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণা করায় ঘর নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই রাতের আঁধারে ভুক্তভোগীরা ঘরগুলো দখল করে নিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায় বলেন, গুচ্ছগ্রামের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ঘরগুলো দখল করে ঘর নির্মাণের জন্য রাখা প্রায় ৬০ বান ঢেউটিন লুট করে নেয়া হয়েছে। খবর পেয়ে আমিসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দখলকারী সকল পরিবারকে ঘর ছেড়ে দেয়ার জন্য বলেছি।
×