ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই বছর শিকলে বাঁধা বৃদ্ধা লতিফুন

প্রকাশিত: ০৯:২৮, ১৩ অক্টোবর ২০১৯

দুই বছর শিকলে বাঁধা বৃদ্ধা লতিফুন

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১২ অক্টোবর ॥ দুই দিন কিংবা এক/দুই মাস নয়। টানা দুই বছর বাড়ির উঠানে রাস্তার পাশে গাছের সঙ্গে শিকলে বাঁধা রয়েছেন বৃদ্ধ লতিফুন বেগম (৬৫)। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না বিধবা বোন নুরজাহান বেগম। লতিফুন বেগম আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবদা গ্রামের শঠিবাড়ি বাজারের পূর্ব পার্শ্বে নুরজাহানের স্বামী পরিত্যক্তা বোন। গ্রামবাসী জানান, আড়াই বছর আগে একমাত্র বোবা সন্তানকে নিয়ে স্ত্রী লতিফুনকে তালাক দেন জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারি গ্রামের আছিমুল্লাহ। এরপর লতিফুনের ঠাঁই হয় শঠিবাড়ি বাজারের পূর্বপাশে দুর্গাপুর ইউনিয়ন ফেডারেশন ভবনের সামনে বিধবা বোন নুর জাহানের কাছে। নুর জাহানের একটি মাত্র ঘরে। ওটাই নুর জাহানের বাড়ি। নুর জাহানের ছেলেমেয়েরা বিয়ে করে ঢাকায় অবস্থান করছে। তাই সরকারীভাবে পাওয়া বিধবা ভাতার অর্থ ও ঝিয়ের কাজ করে চলে নুর জাহানের সংসার। যেখানে একাই চলতে পারে না সেখানে প্রায় আড়াই বছর আগে যোগ হয় তালাকপ্রাপ্ত মানসিকভাবে বিকারগ্রস্ত বোন লতিফুন বেগম। মানসিক ভারসাম্যহীন বোনকে সুস্থ করতে ধারদেনা করে কিছুদিন রংপুরসহ বিভিন্ন এলাকার চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা করান বিধবা নুর জাহান। কিন্তু উন্নত চিকিৎসার অভাবে দিন দিন অবনতি ঘটে। অর্থের অভাবে বন্ধ হয়ে পড়ে লতিফুনের চিকিৎসা। মানসিক ভারসাম্যহীন এ বৃদ্ধ পথচারীসহ বাজারের দোকানপাট ও এলাকাবাসীর ঘরবাড়িতে ঢুকে জিনিসপত্র ক্ষতি করতে শুরু করেন। তাই তাকে শিকলে আটকিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। মানসিক প্রতিবন্ধী হলেও বৃদ্ধ লতিফুন অন্যের রান্না করা খাবার খায় না। পীরগঞ্জে বাল্যবিয়ে বন্ধ সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১২ অক্টোবর ॥ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে শুক্রবার রাতে পীরগঞ্জে এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। দৌলতপুর ইউনিয়নের বাঁশগাড়া গ্রামের হাসেম আলীর কন্যা ঝর্ণা আক্তার (১৬) এর সঙ্গে পৌর এলাকার গুয়াগাঁও মহল্লার আমজাদ হোসেনের পুত্র সাদ্দাম হোসেন (২৩)-এর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এডব্লিউএম রায়হান শাহ্, ইউপি চেয়াম্যান কার্তিক চন্দ্র রায়, মানবাধিকার কর্মী ও জয়িতা নাহিদ পারভীন রিপা ওই বিয়ে বন্ধ করেছেন।
×