ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রেমিটেন্সে প্রণোদনা সহজ করার পরামর্শ

প্রকাশিত: ০৯:২৫, ১৩ অক্টোবর ২০১৯

রেমিটেন্সে প্রণোদনা সহজ করার পরামর্শ

অর্থনৈতিক রিপোর্টার ॥ রেমিটেন্স বা প্রবাসী আয়ে প্রথমবারের মতো ২ শতাংশ প্রণোদনা দিচ্ছে সরকার। বিশ্লেষকদের মতে, যে পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে তা পর্যাপ্ত, তবে এত জটিলতায় না গিয়ে আরও সহজেই প্রবাসীদের টাকা পাঠানোর ক্ষেত্রে সুবিধা দেয়া যেত। তারা বলছেন, যাদের জন্য এ প্রণোদনা দেয়া হচ্ছে তারা এর যথাযথ সুফল পাচ্ছে কিনা সেটি নিশ্চিত করতে হবে। অন্য কোন লেনদেন যেন এই সুবিধার অপব্যবহার করতে না পারে সে বিষয়ও খেয়াল রাখতে হবে। বিদেশ থেকে রেমিটেন্স বা প্রবাসী আয় পাঠালে প্রথমবারের মতো ২ শতাংশ নগদ সহায়তা প্রদান করার ঘোষণা দেয়া হয় ২০১৯-২০ অর্থবছরের বাজেটে। বরাদ্দ দেয়া হয় ৩ হাজার ৬০ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, প্রণোদনার জন্য যে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে তা পর্যাপ্ত তবে মুদ্রামানের বাজার পার্থক্য অনুযায়ী ২ শতাংশ প্রণোদনা সামঞ্জস্যপূর্ণ নয়। এত জটিল পদ্ধতিতে না গিয়ে আরও সহজেই প্রবাসীদের টাকা পাঠানোর ক্ষেত্রে সুবিধা দেয়া যেত বলে মনে করছেন তারা। বিশ্লেষকদের মতে, যাদের জন্য প্রণোদনা দেয়া হচ্ছে তারা সেটি পাচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে। অন্যকোন লেনদেনের জন্য এ সুবিধার অপব্যবহার হচ্ছে কিনা সেটিও নজরদারিতে রাখতে হবে। অর্থবছর শুরুর তিন মাস পর এসে প্রাথমিকভাবে ছাড় করা হল বরাদ্দ দেয়া অর্থের অর্ধেক। সার্বিকভাবে অর্থ ছাড় এবং সেই অর্থ ব্যাংকগুলোতে বণ্টনের ক্ষেত্রে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতের বিষয়েও গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। বৈধ পথের পরিবর্তে হু-ির মতো চ্যানেলে টাকা পাঠাতে অনেকেই কেন উৎসাহী হন সে বিষয়গুলো খুঁজে বের করার পরামর্শ দেন তারা।
×