ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তারল্য সঙ্কট কাটাতে ২ হাজার কোটি টাকা চায় আইসিবি

প্রকাশিত: ০৯:২২, ১৩ অক্টোবর ২০১৯

তারল্য সঙ্কট কাটাতে ২ হাজার কোটি টাকা চায় আইসিবি

শেয়ারবাজারের চলমান তারল্য সঙ্কট কাটিয়ে তুলতে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২ হাজার কোটি টাকা নেবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ (আইসিবি)। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে ১ হাজার কোটি টাকা এবং ৫টি সরকারী ব্যাংক থেকে বাকি ১ হাজার কোটি টাকা নেয়া হবে। মেয়াদী আমানত হিসেবে এ টাকা নেয়া হবে। এ বিষয়ে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন বলেন, শেয়ারবাজারকে সহযোগিতা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে টাকার জন্য আবেদন করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে ১ হাজার কোটি টাকা চেয়েছি। এছাড়া সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এবং বিডিবিএল ব্যাংকের কাছে ২ শত কোটি করে আরও ১ হাজার কোটি টাকা চেয়েছি। উল্লেখ্য, গতবছরে সরকারের কাছ থেকে ২ হাজার কোটি টাকার বন্ড পায় আইসিবি। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার স্পট মার্কেটে রানার অটোর লেনদেন শুরু আজ রবিবার স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড। সূত্র মতে, আগামী ১৫ অক্টোবর, মঙ্গলবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ১৩ ও ১৪ অক্টোবর স্পট মার্কেটে হবে এই কোম্পানির লেনদেন। এ সময় ব্লক/স্পটে লেনদেন করা যাবে। আর রেকর্ড ডেটের কারণে আগামী ১৫ অক্টোবর, মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি। -অর্থনৈতিক রিপোর্টার
×