ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঐক্য ও সংহতিই ইরানের শক্তি ॥ বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান

প্রকাশিত: ০৯:১৭, ১৩ অক্টোবর ২০১৯

ঐক্য ও সংহতিই ইরানের শক্তি ॥ বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ‘ইরানের জনগণের ঐক্য ও সংহতি এবং প্রতিরোধ করার ক্ষমতা শত্রুদের অবাক করে দিয়েছে। ইরানের সামরিক শক্তির সামনে আমেরিকা অসহায় হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন সালামি।’ পার্স টুডে। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরদেবিল প্রদেশে শুক্রবার আইআরজিসি জওয়ানদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন সালামি। ইরানী জনগণের প্রতিরোধ ক্ষমতা উপলব্ধি করা শত্রুদের পক্ষে সম্ভব নয় উল্লেখ করে মেজর জেনারেল সালামি বলেন, ইরানের মাটিতে অনুপ্রবেশের কোন সুযোগ শত্রুকে দেবে না আইআরজিসি। ইরানের সীমান্ত থেকে অনেক দূরেই শত্রুকে আটকে দেয়ার লক্ষ্যে নানা ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান সালামি। তিনি বলেন, ‘প্রতিরোধ ও অদম্য মানসিক শক্তি শত্রুর বিরুদ্ধে বিজয়ের গুরুত্বপূর্ণ হাতিয়ার।’ তিনি বলেন, ‘আইআরজিসি ভৌগোলিক সীমানাকে আরও বিস্তৃত করবে এবং একদিন শত্রুরা দেখতে পাবে, ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সে সময় শত্রুদের লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না।’ হোসেইন সালামি ইয়েমেন সেনাবাহিনী প্রসঙ্গে বলেন, ‘গত প্রায় পাঁচ বছর ধরে সৌদি আরবের নেতৃত্বাধীন আগ্রাসী বাহিনীর ভয়াবহ হামলায় ইয়েমেনের জনগণ অত্যন্ত অসহায় হয়ে পড়লেও প্রতিরোধের দৃঢ় সংকল্প তাদের বিজয় এনে দিয়েছে।’ ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে শুক্রবার ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় এক লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এতে অনেক অবকাঠামো ভস্মীভূত হয়েছে। এদিকে এ দাবানল নিয়ন্ত্রণে আনতে কয়েকদিন লাগতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে। দমকল কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যা নাগাদ ভয়াবহ এ দাবানল লস এ্যাঞ্জেলেস কেন্দ্রের প্রায় ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত সান ফার্নান্ডো ভ্যালির বিভিন্ন এলাকার সাত হাজার ৫৪২ একর ভূমি গ্রাস করে ফেলে। তারা আরও জানান, দাবানলে কমপক্ষে ৩১ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা একেবারে পুড়ে গেছে। দমকল কর্মকর্তারা জানান, পোর্টার র‌্যাঞ্চ এলাকায় নিজের বাড়ির আগুন নেভানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার রাতে সিলমার নগরীতে আগুন ছড়িয়ে পড়ার পর তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে এ দাবানলের কারণ জানা যায়নি। -এএফপি
×