ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গাবালীতে পুলিশের কাজে বাধা, যুবকের তিন মাসের কারাদন্ড

প্রকাশিত: ০৭:৪৮, ১২ অক্টোবর ২০১৯

রাঙ্গাবালীতে পুলিশের কাজে বাধা, যুবকের তিন মাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পুলিশের কাজে বাধা দিয়ে আসামি পালানোর সহযোগিতা করার অপরাধে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পরান মীর (২২) নামের এক যুবককে তিন মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাশফাকুর রহমান এ দন্ড দেন। দন্ডপ্রাপ্ত যুবক উপজেলার খালগোড়া এলাকার বাবুল মীরের ছেলে। পুলিশ জানায়, রাঙ্গাবালী থানা পুলিশের একটি দল খালগোড়া এলাকায় আসামি গ্রেফতার করতে গেলে পরান মীর তাদের বাধা দেয় এবং পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায়। একপর্যায়ে পরান মীর আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করে। এ অপরাধে পুলিশ পরান মীরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তিন মাসের কারাদন্ড দেয়া হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান বলেন, পুলিশের কাজে বাধা দেয়ায় তাকে বিধি মোতাবেক এ দন্ড দেয়া হয়েছে।
×