ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরিতে ওয়ার্নারের ফেরা

প্রকাশিত: ০৯:৩৭, ১২ অক্টোবর ২০১৯

 সেঞ্চুরিতে ওয়ার্নারের ফেরা

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাশেজ সিরিজটা ওয়ার্নারের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। অবশেষে লঙ্গার ভার্সনে দুঃসময়ের বেড়াজাল ছিঁড়ে বের হলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। ঘরোয়া শেফিল্ড শিল্ডের প্রথম ম্যাচেই হাঁকালেন দারুণ এক সেঞ্চুরি। এ্যাশেজে ১০ ইনিংসে ওয়ার্নার করেছিলেন মাত্র ৯৫ রান। সাতবার আউট হয়েছিলেন স্টুয়ার্ট ব্রডের বলে। এবার এক ইনিংসেই করলেন ১২৫ রান। প্রায় দুই বছর পর লাল বলে সেঞ্চুরির দেখা পেলেন। গ্যাবায় নিউ সাউথ ওয়েলসের হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছেন ওয়ার্নার। গ্যাবার উইকেট যদিও ব্যাটিংয়ের জন্য মোটেও সহজ ছিল না। প্রথমদিন পড়েছিল ১৩ উইকেট। এর মধ্যে গত এ্যাশেজে রানের বন্যা বইয়ে দেয়া স্টিভেন স্মিথ ফেরেন শূন্য রানে। প্রথম দিনের ২৭ রান নিয়ে শুক্রবার দ্বিতীয়দিনে ব্যাটিংয়ে নেমেছিলেন ওয়ার্নার। দিনের শুরুতে নিক লারকিনের বিদায়ে নিউ সাউথ ওয়েলসের স্কোর হয়ে গিয়েছিল ৪ উইকেটে ৫৪। এরপরই পঞ্চম উইকেটে নিকোলাস ব্রেটাসের সঙ্গে ১৪৭ রানের জুটি গড়ার পথে সেঞ্চুরি তুলে নেন। সেঞ্চুরির পরই তার ‘ট্রেডমার্ক’ উদযাপন। এক হাতে ব্যাট, আরেক হাতে হেলমেট নিয়ে দু’হাত উঁচিয়ে অভিনন্দনের জবাব। সঙ্গে চিরচেনা সেই লাফ। মার্নাস লাবুশেনের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ২২১ বলে ১৯ চারে ১২৫ রানের ইনিংসটি সাজান বাঁহাতি ব্যাটসম্যান। প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি ওয়ার্নারের ২৯তম সেঞ্চুরি। ২০১৭ সালের বক্সিং ডে টেস্ট ও ১৯ ইনিংস পর লাল বলে তিন অঙ্ক ছুঁলেন ৩২ বছর বয়সী ব্যাটসম্যান। এবার সেঞ্চুরি করে বার্তা দিলেন ওয়ার্নারও। জানিয়ে দিলেন, দেশের মাটিতে তিনি কতটা ভয়ঙ্কর। আগামী মাসে ব্রিসবেনের গ্যাবাতেই শুরু হবে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট।
×