ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেকর্ড গড়ে চূড়ান্তপর্বে বেলজিয়াম

প্রকাশিত: ০৯:৩৬, ১২ অক্টোবর ২০১৯

 রেকর্ড গড়ে চূড়ান্তপর্বে বেলজিয়াম

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম দল হিসেবে ২০২০ ইউরো ফুটবলের চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে বেলজিয়াম। বৃহস্পতিবার রাতে ‘আই’ গ্রুপের ম্যাচে সান ম্যারিনোকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। পরশু রাতের অন্যান্য ম্যাচে হল্যান্ড ৩-১ গোলে নর্দান আয়ারল্যান্ডকে, ক্রোয়েশিয়া ৩-০ গোলে হাঙ্গেরিকে, পোল্যান্ড একই ব্যবধানে লাটভিয়াকে, রাশিয়া ৪-০ গোলে স্কটল্যান্ডকে পরাজিত করে। স্লোভাকিয়ার মাঠে ১-১ গোলে ড্র করে ওয়েলস। ম্যাচে বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেন রোমেলু লকাকু। এর মধ্য দিয়ে দেশের হয়ে রবার্তো মার্টিনেজের আন্তর্জাতিক ৫০ গোলের রেকর্ডটি ছড়িয়ে গেছেন ইন্টার মিলান তারকা। এই জয়ে গ্রুপের শীর্ষ থেকে চূঢ়ান্তপর্ব নিশ্চিত হয়েছে বেলজিকদের। টানা সাত জয়ে তাদের পয়েন্ট ২১। ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রাশিয়া। শীর্ষে থাকা বেলজিয়াম সাইপ্রাসের সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধান করেছে। ফলে বেলজিকদের চূড়ান্তপর্বে খেলা নিশ্চিত হয়েছে। কিং বাডুইয়ান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নয় গোলের জয়টিও বড় কোন আসরে বেলজিয়ামের সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এর আগে ১৯৯৪ ও ২০১৭ সালে জাম্বিয়াকে ৯-০ গোলে এবং ২০০১ সালে সান ম্যারিনোকে ১০-১ গোলের ব্যবধানে হারিয়েছিল বেলজিয়াম। ম্যাচ বেলজিয়ামের ইন্টার মিলান তারকা লুকাকু বলেন, ৯-০ গোলের জয়টি ভাল ফল। তবে আমাদের আরও একটি গোল করা উচিত ছিল। তাহলে জয়ের ব্যবধানের সর্বকালের সব রেকর্ডই ভেঙ্গে যেত। ম্যাচের শেষদিকে মেমফিস ডিপের জোড়া গোলে উত্তর আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে হল্যান্ড। এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থানে উঠে গেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ২০১৪ সালে বিশ্বকাপের ফাইনালে খেলেছিল কমলা জার্সির দলটি। এটি বড় কোন আসরে তাদের সর্বোচ্চ অর্জন। ওই জয়টি তাদের গ্রুপে জার্মানি ও উত্তর আয়ারল্যান্ডকে একই জায়গায় পৌঁছে দিয়েছে। তবে এক ম্যাচ বেশি খেলে গোল গড়ে এগিয়ে আছে ডাচরা। ম্যাচের ৭৫ মিনিটে বদলি খেলোয়াড় জস ম্যাগেনির গোলে লিড পায় মাইকেল ও’নিলের দল নর্দান আয়ারল্যান্ড। এর ফলে প্রথমবারের মতো ডাচদের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু ৮০ মিনিটে গোলটি পরিশোধ করে হল্যান্ডকে সমতায় পৌঁছে দেন ডিপে। এরপর লুক ডি জং তাদের এগিয়ে দেয়ার পর ইনজুরি টাইমে ফের গোল করে ডাচদের বড় জয় নিশ্চিত করেন ডিপে। এদিকে ‘ই’ গ্রুপের ম্যাচে হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়ে চূড়ান্তপর্বের পথে ক্রোয়েশিয়া। রিয়াল মাদ্রিদ তারকা লুকা মডরিচের পঞ্চম মিনিটের গোলে এগিয়ে যাওয়া ক্রোয়েশিয়ার হয়ে বাকি দুই গোল করেন ব্রুনো পেটকোভিচ। অন্যদিকে বেয়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডোস্কির লাটভিয়ার বিরুদ্ধে সহজ জয় পেয়েছে পোলিশরা। লেভা হ্যাটট্রিক করেন ম্যাচের ৯, ১৩ ও ৭৬ মিনিটে গোল করে।
×