ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরফরাজের বিস্ফোরক তথ্য

প্রকাশিত: ০৯:৩৬, ১২ অক্টোবর ২০১৯

 সরফরাজের বিস্ফোরক তথ্য

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল পাকিস্তান। ঘরের মাটিতে খর্বশক্তির শ্রীলঙ্কার কাছে ৩-০ ব্যবধানে ‘হোয়াইটয়াশ’ হওয়াটা তাই কিছুতেই হজম হচ্ছে না স্বাগতিকদের। আগেরদিনই সেটি জানিয়েছিলেন প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল হক। এবার অধিনায়ক সরফরাজ আহমেদ দিলেন বিস্ফোরক এক তথ্য। তুখোড় বাবর আজমকে সহ-অধিনায়ক করাটাই কাল হয়েছে। কিভাবে? সরফরাজের ভাষায়, ‘বাবর সম্প্রতি সহ-অধিনায়ক হয়েছে। এমনিতে আমি যখন কিছুটা রেগে যেতাম বাবর আমার সঙ্গে স্লিপে দাঁড়িয়ে মাথা ঠা-া রাখতে বলতো। কিন্তু যখন থেকে সে সহ-অধিনায়ক হলো, আমাকে জানিয়েছে-এখন তার অনেক রাগ হয়।’ সিরিজ শেষে ব্যর্থতার ময়নাতদন্ত চলছে। বরাবরের মতো কাঠগড়ায় পাকিস্তানের দুর্বল ফিল্ডিং, আর একটি বড় সমস্যা ছিল বাবরের নিজের অফফর্ম। তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে-১৩, ৩ আর ২৭ রান। ফলে পাকিস্তানও ব্যাটিং ব্যর্থতায় পড়েছে বারবার। ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর অধিনায়ক সরফরাজের মেদ-ভুড়ি (স্থূলতা) নিয়েও অনেক সমালোচনা হয়েছে। সরফরাজ বলেন, ‘মনে হচ্ছে আমি বলতে গেলে খাওয়াই ছেড়ে দিয়েছি। কঠিন প্রোটিন ডায়েটের মধ্য দিয়ে যাচ্ছি। তার সঙ্গে কিছু শাক-সবজি খাচ্ছি।’ টি২০ সিরিজে পাকিস্তান দলে ফিরিয়েছিল বিতর্কিত দুই ক্রিকেটার- উমর আকমল আর আহমেদ শেহজাদকে। কিন্তু সুযোগ পেয়ে কিছুই করতে পারেননি তারা।
×