ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দ্বিতীয়দিনে মুশফিক ঝলক

প্রকাশিত: ০৯:৩৩, ১২ অক্টোবর ২০১৯

 দ্বিতীয়দিনে মুশফিক ঝলক

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) এবার জাতীয় দলের তারকা ক্রিকেটারদের দিকেই বিশেষ নজর থাকছে। সামনেই ভারত সফর রয়েছে। এ সফরের আগে তারকা ক্রিকেটাররা লীগের দুই রাউন্ড খেলবেন। এ রাউন্ডগুলোতে জাতীয় দলের ক্রিকেটাররা কেমন করলেন সেদিকেই দৃষ্টি আছে। ২১তম জাতীয় লীগের প্রথমদিনে বৃহস্পতিবার মাহমুদুল্লাহ রিয়াদ, শফিউল ও তাইজুল ইসলাম বল হাতে ঝলক দেখালেও ব্যাট হাতে তামিম ইকবাল ও মুমিনুল হক জৌলুস ছড়াতে ব্যর্থ হন। দ্বিতীয় মুশফিকুর রহীম ব্যাট হাতে উজ্জ্বলতা ছড়ান। যদিও ঢাকা বিভাগের বিরুদ্ধে প্রথম ইনিংসে যেভাবে ছুটছিলেন মুশফিক, তাতে সেঞ্চুরি করার দরকার ছিল। কিন্তু ৭৫ রানে যে আউট হয়েছেন তাতে নৈপুণ্যের ঝলকানিই মিলেছে। রাজশাহীর মুশফিকের সঙ্গে এদিন জহুরুল ইসলাম অমিও (৫৭*) নৈপুণ্য দেখিয়েছেন। বল হাতে ঢাকা মেট্রোর আরাফাত সানি ৬ উইকেট শিকার করেছেন। আর চট্টগ্রামের তাসামুল হক (৯০ রান) এখন পর্যন্ত লীগের দ্বিতীয়দিন পর্যন্ত সর্বোচ্চ ইনিংসটি উপহার দিয়েছেন। প্রথম স্তর বৃহস্পতিবার প্রথমদিন বৃষ্টির জন্য প্রথম স্তরের একটি ম্যাচ হয়নি। খুলনায় রংপুর-খুলনার ম্যাচটি মাঠে গড়ায়নি। দ্বিতীয়দিন তা মাঠে গড়িয়েছে। তবে ৭২ ওভারের বেশি খেলাও হয়নি। টস হেরে আগে ব্যাটিং করে নাঈম ইসলামের ৪৮, তানভির হায়দারের অপরাজিত ৪০ রান ও সোহরাওয়ার্দী শুভর অপরাজিত ৩১ রানে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করে রংপুর বিভাগ। দিনও শেষ হয়ে যায়। এই ম্যাচে বিশেষ কোন প্রাপ্তি নেই। তবে ফতুল্লায় ঢাকা ও রাজশাহীর ম্যাচটি পুরোদমে চলছে। প্রথমদিন ঢাকা ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছিল। তাইজুল ও শফিউল যেভাবে বোলিং দ্যুতি ছড়াতে থাকেন তাতে মনে করা হয়েছিল ২০০ রানও করতে পারবে না ঢাকা। কিন্তু ১২ রানে প্রথমদিন ব্যাট হাতে থাকা তাইবুর রহমান ব্যাটিং ঝলক দেখিয়ে অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলেন। তাতে করে ৭৬.১ ওভারে ২৪০ রান করতেই অলআউট হয় ঢাকা। ফরহাদ রেজা ২ উইকেট নেন। ঢাকার প্রথম ইনিংসের জবাব দিতে নেমে রাজশাহী শুরুতেই বিপাকে পড়ে। ১৪ রানেই ৩ উইকেট হারিয়ে বসে। এরপর চতুর্থ উইকেটে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান জহুরুল ও মুশফিক মিলে হাল ধরেন। তাতে করে ১২১ রানের জুটি হয়। এ জুটি দলকে ১৩৫ রানে নিতেই মুশফিককে আউট করে দেন শুভাগত। মুশফিক তুলনামূলক দ্রুতই ৭৫ রান করেন। জহুরুল একদিক আগলে রাখেন। আরেকদিক মুশফিক রান তুলতে থাকেন। শুক্রবার দ্বিতীয়দিন ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে রাজশাহী। ৬৭ রানে পিছিয়ে থাকে। জহুরুল (৫৭*) এখনও ব্যাট হাতে উইকেট আঁকড়ে আছেন। আজ তৃতীয়দিনে ফরহাদ রেজাকে (১৪*) নিয়ে খেলতে নামবেন জহুরুল। সুমন খান ৩ উইকেট শিকার করেন। দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তরেও প্রথমদিন বৃষ্টির বাগড়ায় রাজশাহীতে সিলেট-বরিশাল ম্যাচ মাঠে গড়ায়নি। দ্বিতীয়দিন যাও হয়েছে তাও ৩টার আগে খেলা শুরু হয়নি। ৩১ ওভার খেলা হতে পেরেছে। ৩ উইকেট হারিয়ে টস হেরে ব্যাটিংয়ে নামা সিলেট ৬৮ রান করেছে। জাকির হাসান অপরাজিত ৩২ রান করেছেন। কামরুল ইসলাম রাব্বি নিয়েছেন ২ উইকেট। এই ম্যাচটিতে বৃষ্টির বাধা পড়লেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম-ঢাকা মেট্রো ম্যাচটি হচ্ছে। প্রথমদিন ৩ উইকেট হারিয়ে ১৪৭ রান করেছিল চট্টগ্রাম। পিনাক ঘোষ ৩০ ও তাসামুল হক ১৭ রানে ব্যাট করছিলেন। দ্বিতীয়দিনে পিনাক আর ২ রান যোগ করতেই আউট হয়ে যান। তবে তাসামুল ৯০ রানের ইনিংস খেলেন। তাতে করে চট্টগ্রাম ২৯০ রানের বড় স্কোরই গড়ে। দ্বিতীয়দিন স্পিনার আরাফাত সানি দেখান ঝলকানি। ঘূর্ণিতে এক এক করে ৬ উইকেট শিকার করে নেন। জবাব দিতে নেমে ঢাকা মেট্রো ২ উইকেট হারিয়ে ২৪ ওভারে ৬৬ রান করতেই দিন শেষ হয়। শামসুর রহমান (২৬*) ও মার্শাল আইয়ুব (২১*) ব্যাটিং করছেন। ২২৪ রানে পিছিয়ে আছে ঢাকা মেট্রো। স্কোর ॥ দ্বিতীয় দিন শেষে ঢাকা ও রাজশাহী প্রথম স্তরের ম্যাচ- ফতুল্লায় ঢাকা প্রথম ইনিংস প্রথমদিন শেষে ১৪৩/৭; (মজিদ ১০, রনি ৬৩, জয়রাজ ৩৫, রকিবুল ৮, শুভাগত ১, তাইবুর ১২*, শাকিল ৩; তাইজুল ৪/৫৫, শফিউল ৩/৪০ ও দ্বিতীয়দিন তাইবুর ৮৮*, সুমন ১০; ফরহাদ ২/৩৫)। রাজশাহী প্রথম ইনিংস- ১৭৩/৬; ৬৬ ওভার (জহুরুল ৫৭*, মুশফিক ৭৫, ফরহাদ ১৪*; সুমন ৩/৪০)। রংপুর-খুলনা প্রথম স্তরের ম্যাচ- খুলনায় রংপুর প্রথম ইনিংস- ১৬৯/৫; ৭২ ওভার (নাঈম ৪৮, তানভির ৪০*, সোহরাওয়ার্দী শুভ ৩১*, মাহমুদুল ২৭; আল-আমিন ২/৪৪, রাজ্জাক ২/৫১)। চট্টগ্রাম-ঢাকা মেট্রো দ্বিতীয় স্তরের ম্যাচ- মিরপুরে চট্টগ্রাম প্রথম ইনিংস প্রথমদিন শেষে- ১৪৭/৩; (তামিম ৩০, সাদিকুর ৫১, পিনাক ৩০*, মুমিনুল ১১, তাসামুল ১৭*; মাহমুদুল্লাহ ৩/৪০ ও দ্বিতীয়দিন ২৯০/১০; ১২২.৫ ওভার (তাসামুল ৯০, অংকন ৩০, মাসুম ২৭; আরাফাত ৬/৮৭)। ঢাকা মেট্রো প্রথম ইনিংস- ৬৬/২; ২৪ ওভার (শামসুর ২৬*, মার্শাল ২১*)। সিলেট-বরিশাল দ্বিতীয় স্তরের ম্যাচ- রাজশাহীতে সিলেট প্রথম ইনিংস- ৬৮/৩; ৩১ ওভার (জাকির ৩২*, তৌফিক ১৬, কাপালী ৮*; রাব্বি ২/১৩)।
×