ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ফুটানো যাবে না আতশবাজি

প্রকাশিত: ০৯:০৩, ১২ অক্টোবর ২০১৯

 চট্টগ্রামে ফুটানো  যাবে না আতশবাজি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আগামীকাল চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে কোন ধরনের আতশবাজি ফুটবে না। একইসঙ্গে এ উৎসবের প্রধান আকর্ষণ ফানুস বাতিও উড়ানোর সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া বৌদ্ধদের এই ধর্মীয় উৎসবটি নিরাপদ ও নির্বিঘ্ন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশ কমিশনার মোঃ মাহবুবর রহমান ইতোমধ্যে বৌদ্ধ ধর্মীয় নেতা ও মহানগরীর সকল ওসি এবং সিনিয়র পুলিশ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে এ সিদ্ধান্ত দিয়েছেন। সিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে, প্রতিটি ধর্মীয় উপাসনালয়ের প্রবেশে নিরাপত্তা বেষ্টনী পার হয়ে যেতে হবে। প্রয়োজনে চলবে তল্লাশি। গতবার অনির্ধারিতভাবে ফানুস উড়ালেও বিমান উঠানামার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে তেমন আশঙ্কায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের আশঙ্কা থাকায় ফানুস উড়ানো যাবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। তবে কোন ধরনের আতশবাজি ফুটানো যাবে না।
×