ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পটিয়ায় যুবলীগ নেতা জমির গ্রেফতার

প্রকাশিত: ০৯:০২, ১২ অক্টোবর ২০১৯

 পটিয়ায় যুবলীগ  নেতা জমির  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১১ অক্টোবর ॥ চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরী এবং হুইপপুত্র নাজমুল করিম শারুনের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়ায় শুক্রবার বিকেলে পটিয়ায় এক যুবলীগ নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। গত কয়েকদিন ধরে ফেসবুক আইডি থেকে পটিয়া পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিন (৪৫) ছবিসহ বিভিন্ন আপত্তিজনক লেখা প্রচার করতে থাকেন। আপত্তিজনক ও মানহানিকর স্ট্যাটাস দেয়ার কারণে পুলিশ জমির উদ্দিনকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, জমির উদ্দিনের বিরুদ্ধে পটিয়া থানায় একাধিক মামলা থাকলেও সে জামিনে ছিল। তবে সম্প্রতি হুইপ ও হুইপপুত্র শারুনের বিরুদ্ধে যুবলীগ নেতা জমির ফেসবুক আইডিতে আপত্তিজনক লেখা প্রচার করতে থাকে। সর্বশেষ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে হুইপ ও হুইপপুত্রের বিরুদ্ধে একটি লেখা পোস্ট করেন। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, হুইপ ও হুইপপুত্র নিয়ে স্ট্যাটাস দেয়ায় সন্ত্রাসী জমির উদ্দিনের বিরুদ্ধে পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ তানভীর একটি তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছেন। এর প্রেক্ষিতে পুলিশ পৌর সদরের ৪নং ওয়ার্ডের মাঝেরঘাটা এলাকা থেকে জমিরকে গ্রেফতার করে। জমিরের বিরুদ্ধে পটিয়া থানায় সুনির্দিষ্ট চারটি মামলা রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ক্যাসিনো ও জুয়াবিরোধী অভিযান নিয়ে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর একটি বক্তৃতা নিয়ে দেশজুড়ে সমালোচনা হয়।
×