ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রানীনগর-বড়গাছা সড়ক বেহাল ॥ বাড়ছে দুর্ভোগ

প্রকাশিত: ০৯:০১, ১২ অক্টোবর ২০১৯

 রানীনগর-বড়গাছা  সড়ক বেহাল ॥  বাড়ছে দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১১ অক্টোবর ॥ রানীনগর উপজেলার আকনা-বড়গাছা পাকা রাস্তার মাঝে মাঝে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় রাস্তাটির এখন বেহাল দশা। দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না করায় দিন দিন বাড়ছে দুর্ভোগ। জানা গেছে, রানীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের আকনা-বড়গাছা পাকা প্রায় ৩ কিলোমিটার রাস্তার মাঝে মাঝে কারপেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে বড়গাছা, খাসগড়, আকনা, বাশবাড়িয়াসহ প্রায় ৬-৭টি গ্রামের মানুষের প্রতিনিয়তই চলাচল করতে হয়। এই রাস্তাটি এলাকার মানুষের চলাচলের জন্য একমাত্র পথ হওয়ায় চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। শুকনো মৌসুমে চলাচল করা গেলেও চরম দুর্ভোগে পড়তে হয় বর্ষা মৌসুমে। দিনে কিংবা রাতে চলাচলের সময় রাস্তার ছোট-বড় গর্তে উল্টে পড়তে হয় ভ্যানগাড়ি, সাইকেলসহ ছোটখাটো যানবাহনের। তবু এই রাস্তা সংস্কার করার কোন উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাস্তাটি সংস্কার করা হলে ওই এলাকার ৬-৭ গ্রামের মানুষ এই দুর্ভোগ থেকে রক্ষা পাবে। তাই দ্রুত এই রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীরা।
×