ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইউএনওর হস্তক্ষেপে দুই বাল্যবিয়ে বন্ধ ॥ জরিমানা

প্রকাশিত: ০৯:০১, ১২ অক্টোবর ২০১৯

 ইউএনওর হস্তক্ষেপে  দুই বাল্যবিয়ে  বন্ধ ॥ জরিমানা

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ১১ অক্টোবর ॥ উপজেলায় নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে দুটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। চন্ডী পাশা ইউনিয়নের বারুইগ্রাম গ্রামে ভুয়া জন্ম নিবন্ধন দিয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে বিয়ে করতে আসা বর ও কনের বাবাকে দুই হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুর রহিম সুজন। পরে মুশুলী ইউনিয়নের পূর্বকামালপুর গ্রামে আরেক নবম শ্রেণীর ছাত্রীর বিয়ের আয়োজন হচ্ছে খবরের পর গ্রাম পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছেন ইউএনও। স্থানীয় সূত্রে জানা গেছে, বারুইগ্রাম গ্রামের আজিজুল ইসলামের কন্যা ইমু আক্তারের (১৫) বিয়ের আয়োজন হচ্ছে এমন খবর পেয়ে সেখানে উপস্থিত হন ইউএনও। এ সময় কনের পরিবার ১৯৯৭ সালের ৩০ জানুয়ারি তারিখের একটি জন্মনিবন্ধন হাজির করে। নিবন্ধনটি দেখে সন্দেহ হলে ইউএনও যাচাই করে সেটি ভুয়া চিহ্নিত করেন। এ অবস্থায় কনের বাবা ভুয়া জন্ম নিবন্ধনের কথা স্বীকার করেন। অপর দিকে পূর্ব কামালপুর গ্রামের রমজান আলীর নবম শ্রেণীতে পড়ুয়া কন্যা কল্পনা আক্তারের বিয়ের দিন ধার্য্য ছিল শুক্রবার। এ বিয়ের খবর যায় জেলার উর্ধতন পুলিশ কর্মকর্তার কাছে। পরে ইউএনও আব্দুর রহিম সুজনকে অবহিত করা হলে গ্রাম পুলিশ পাঠিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন। এরপর ইউএনও ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনকে বাল্যবিয়ের কুফল ও আইন সম্পর্কে ধারণা দেন।
×