ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় গানে-অঙ্কনে আবরার হত্যার প্রতিবাদ

প্রকাশিত: ০৮:৫৯, ১২ অক্টোবর ২০১৯

 বগুড়ায় গানে-অঙ্কনে  আবরার হত্যার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস॥ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার ‘গানে-অঙ্কনে প্রতিবাদী সমাবেশ’ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদ। সমাবেশের সঙ্গে গান ও চিত্রাঙ্কনের মাধ্যমে তারা প্রতিবাদ ও দাবি তুলে ধরেন। বেলা সাড়ে ১১ টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী শহরের সাতমাথায় এই প্রতিবাদী সমাবেশে হত্যা, সন্ত্রাস, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে বক্তব্য রাখেন- সিপিবি বগুড়া জেলা শাখার সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্না,সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ,উদীচী জেলা শাখার সহসভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান বিপ্লব, সন্তোষ পাল, যুব ইউনিয়ন নেতা শাহনিয়াজ কবির পাপ্পু। প্রতিবাদ সমাবেশের পাশে সঙ্গীত ও শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদ ও আবরার ফাহাদ হত্যাকারীদের শাস্তির দাবি জানানো হয়। ‘গানে-অঙ্কনে প্রতিবাদী’ সমাবেশে উদীচীর সদস্য এক মা বিশ্ববিদ্যালয়ে সন্তানদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে অভিভাবক হিসেবে তার উৎকণ্ঠা তুলে ধরেন। ফরিদপুরে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এই কর্মসূচী পালন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। বেলা আড়াইটা থেকে শুরু হয়ে আধঘণ্টাব্যাপী চলা এই বিক্ষোভ কর্মসূচী চলাকালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য দেন ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামিউ আজম, সাহিত্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ। বক্তারা আবরার হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার্থী নির্যাতনের কোন বিচার হয়নি। যার ফলে বার বার একই ঘটনার পুনরাবৃত্তি হয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির নামে অপরাজনীতি বন্ধ করে মেধাভিত্তিক ছাত্র রাজনীতি চালুরও দাবি জানানো হয়।
×