ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ ॥ গোলাগুলি

প্রকাশিত: ০৮:৫৯, ১২ অক্টোবর ২০১৯

 রাজশাহীতে আওয়ামী লীগের দুপক্ষের  সংঘর্ষ ॥  গোলাগুলি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। শুক্রবার দুপুরে নগরের ২৮ নম্বর ওয়ার্ডের কাজলা ফুলতলায় এ সংঘর্ষের ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নগরের ২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ফুলতলা এলাকার আসলাম আলীর ছেলে জুবায়ের হাসান জনি (২৬) ও একই এলাকার যুবলীগ কর্মী সিরাজুল ইসলামের ছেলে সুজন (২৮)। এদের মধ্যে জনির ডান পায়ে গুলির চিহ্ন রয়েছে। আর চাপাতির আঘাতে সুজনের বাম হাতের বৃদ্ধাঙ্গুল বিছিন্ন হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ সাইফুল ফেরদৌস বলেন, জনি ও সুজন নামের দুইজন ভর্তি হয়েছেন। ফরিদপুরে আহত ৪ নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে চারজন আহত হয়েছে। শুক্রবার সকল সাড়ে নয়টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সংঘর্ষের কারণে সম্মেলনটি স্থগিত করেছে ইউনিয়ন আওয়ামী লীগ।
×