ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে উপজেলা নির্বাচন ॥ আওয়ামী লীগ ও বিএনপির লড়াই

প্রকাশিত: ০৮:৫৭, ১২ অক্টোবর ২০১৯

 চাঁপাইয়ে উপজেলা নির্বাচন ॥ আওয়ামী লীগ ও বিএনপির লড়াই

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ আগামী সোমবার চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা পরিষদ ভোট অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তে নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে নৌকা ও ধানের শীষের ভোট যুদ্ধ। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে শহর থেকে গ্রাম পর্যন্ত। সর্বত্র বিরাজ করছে নির্বাচনী আমেজ। চায়ের দোকানগুলোতে চলছে প্রধান ২ দল আওয়ামী লীগ ও বিএনপির বাকযুদ্ধ। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচনী সমীকরণ পাল্টাতে শুরু করেছে। ভোটারদের সঙ্গে কথা বলে নৌকা ও ধানের শীষের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। তবে মাঠে থাকা আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী জিয়াউর রহমান তোতা খুব সুবিধা করতে পারবে না এমন আভাসই মিলছে। উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সদর উপজেলা। নির্বাচনের ভোটযুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী বিরতিহীন প্রচার চালিয়ে যাচ্ছে। সরকারী দল আওয়ামী লীগ, বিএনপি প্রার্থীর নানা বিষয় উঠে আসছে ভোটারদের কথোপকথনে। নির্বাচনে দ্বিমুখী লড়াই হবে বলে মনে করছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইমেজ, উন্নয়ন ও সাংগঠনিক গতিশীলতা কাজে লাগিয়ে এবারও জয়লাভ করবে আওয়ামী লীগ। ধানের শীষ প্রতীকের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জয়লাভের সম্ভাবনা দেখছে বিএনপি। অন্যদিকে নিবন্ধন বাতিল হওয়া ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নেয়নি। এদিকে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউর রহমান তোতাকে নিয়ে খানিকটা বেকায়দায় আওয়ামী লীগ। এই নিয়ে দলীয় কর্মীদের তার পক্ষে কাজ না করার নির্দেশনা দিয়ে প্রেস বিজ্ঞপ্তিও দিয়েছে দলটি। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আবদুল ওদুদ জানান, জিয়াউর রহমান তোতার পক্ষে দলীয় নেতাকর্মীরা মাঠে নেই। বিদ্রোহী প্রার্থী নিয়ে কোন মাথাব্যথা নেই। নৌকার পক্ষেই কাজ করে যাচ্ছি। আশা করি জয়ী হতে পারব। এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বিষয়ে আমরা অবগত। এ উন্নয়ন দিয়েই সাধারণ ভোটারদের মন জয় করেছে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ তসিকুল ইসলাম তসি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তিসহ আন্দোলনকে বেগবান করতে এ নির্বাচনে অংশ নিয়েছি এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ী হব। অন্যদিকে, আওয়ামী লীগের বিদ্রোহী জিয়াউর রহমান তোতা জানান, নেতাকর্মীরা চায় আমি ভোট করি, তাদের কারণেই ভোটের মাঠে আমি। এদিকে নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থী নির্বাচনে লড়ছে।
×