ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে ট্রাক চাপায় নিহত চার

প্রকাশিত: ০৮:৫৭, ১২ অক্টোবর ২০১৯

শ্রীপুরে ট্রাক চাপায় নিহত চার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে ট্রাকের চাপায় চার পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। পুলিশ ট্রাকের চালককে আটক করেছে। নিহতরা হলেন- শেরপুর জেলার নকলা থানার বাছুর আলগী গ্রামের কালন মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৫), একই থানার রামপুর গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৪), ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে বাদশা মিয়া (১৯) ও নেত্রকোনা জেলার কৈলাটী গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৩)। মাওনা হাইওয়ে থানার ওসি মোঃ মঞ্জুর হোসেন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি ট্রাক বেপরোয়া গতিতে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে মহাসড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষমাণ পথচারীদের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই জাহাঙ্গীর, সাইফুল ইসলাম ও বাদশা মিয়া নিহত এবং অপর চারজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করে। আহতদের মধ্যে রফিকুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার এবং ঘাতক ট্রাকসহ চালককে আটক করে। আটক ট্রাক চালক বাদশা (৩৮) সিরাজগঞ্জের রায়পুর থানার ধানগড়া ইউনিয়নের আবুদিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আদমদীঘিতে দুই শিক্ষক নিজস্ব সংবাদদাতা সান্তাহার থেকে জানান, শুক্রবার বিকেলে সান্তাহার-বগুড়া আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির বোয়ালিয়া নামক স্থানে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষক ঘটনাস্থলে নিহত ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। জানা গেছে, সান্তাহার-বগুড়া আঞ্চলিক মহাসড়কে বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইল বাজার সংলগ্ন বোয়ালিয়া নামক স্থানে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে ৩ বন্ধু বগুড়া থেকে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিল। ওই স্থানে পেছন থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক স্বজোরে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই শিক্ষক নিহত হন এবং অপর আরোহী পুলিশ সদস্য আহত হয়। নিহতরা হলেন পাবনা জেলার বেড়া থানার কৈটুলা গ্রামের সুরাত আলী শেখের ছেলে জহরুল ইসলাম ও বগুড়া জেলার শেরপুর থানার প্রফেসরপাড়ার নূর ইসলামের ছেলে ফজলে রাব্বী। আদমদীঘি থানা নিহতদের লাশ উদ্ধার এবং ঘাতক ট্রাকটি আটক করেছে। মাগুরায় নারীসহ দুই নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, শুক্রবার দুপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরার পৌর এলাকার হাওড় নামকস্থানে সড়ক দুর্ঘটনায় এক মহিলাসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলো মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের ডাঃ মিজানুর রহমানের স্ত্রী আরজিনা বেগম ( ৪৮) এবং একই উপজেলার ধলফাবগুড়া গ্রামের আব্দুল বারিকের ছেলে পিকুল মোল্লা (৪৮) ।তারা দুইজন মোটরসাইকেলে আরোহী ছিলেন। নিহত দুইজন সম্পর্কে আত্মীয় ভাবি ও ননদজামাই । তারা মোটরসাইকেলে মাগুরা শহর থেকে সদর উপজেলার ধলফাবগুড়া যাচ্ছিলেন । পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসাপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা যায়, মাগুরা - ঝিনাইদহ সড়কের মাগুরার পৌর এলাকার হাওড় নামকস্থানে মোটরসাইকেলকে একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেলের দুই আরোহী আরজিনা বেগম এবং পিকুল মোল্লা গুরুতর আহত হয়। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
×