ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

প্রকাশিত: ০৮:৩১, ১২ অক্টোবর ২০১৯

 সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

উত্তর প্রদেশে ৭ তীর্থ যাত্রী নিহত ভারতের উত্তর প্রদেশে বাস চাপায় ফুটপাথে ঘুমিয়ে থাকা তিন শিশু ও চার নারী তীর্থযাত্রী নিহত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে রাজ্যটির পশ্চিমাঞ্চলীয় বুলন্দ শহরে নরোরার গঙ্গাঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই একই পরিবারের। উত্তর প্রদেশের হাথরাসের এ বাসিন্দারা গঙ্গা নদীতে পুণ্যস্নান শেষে বৃহস্পতিবার রাতে নারাউডা ঘাট থেকে বাড়ি ফেরার পথে ফুটপাথে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে তাদের পিষ্ট করে। দুর্ঘটনার পর থেকে বাসটির চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। -এনডিটিভি হংকং বিক্ষোভে ৭৫০ শিশু আটক চার মাসে হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভে আটকদের মধ্যে ৭৫০ শিশু রয়েছে। শুক্রবার চীনের আধা-স্বায়ত্তশাসিত হংকংয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। হংকংয়ে চীনা নীতির প্রতিবাদে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারের ক্রমাগত কড়া পদক্ষেপ নেয়ার ফলে প্রতিবাদকারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। হংকংয়ের দ্বিতীয় প্রধান কর্মকর্তা ম্যাথিউ চ্যাং এক সংবাদ সম্মেলনে বলেন, এটা খুবই দুঃখজনক ও হৃদয়বিদারক যে, গত জুনে থেকে বিক্ষোভের সময় আটক ২৩৭৯ জনের মধ্যে ৭৫০ জন বা প্রায় এক তৃতীয়াংশের বয়স ১৮ বছরের নিচে এবং ১০৪ জন ১৬ বছরের নিচে। -গার্ডিয়ন পম্পেওর উপদেষ্টার পদত্যাগ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর একজন উর্ধতন উপদেষ্টা মাইকেল ম্যাককিনলে পদত্যাগ করেছেন। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ ফাঁস হওয়া নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশ্বস্ততার বিষয়ে প্রশ্ন ওঠায় বৃহস্পতিবার তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে, মাইকেল ম্যাককিনলে আফগানিস্তান, কলাম্বিয়া ও পেরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের বক্তব্য জানতে চেয়েছিল ওয়াশিংটন পোস্ট।- দ্য হিল
×