ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৌদির কাছে ইরানী তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত: ০৮:২৯, ১২ অক্টোবর ২০১৯

 সৌদির কাছে ইরানী তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের জেদ্দা বন্দরের কাছে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) একটি তেলের ট্যাঙ্কারে দুবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি তেহরানের। খবর বিবিসি অনলাইনের। খবরে বলা হয়, শুক্রবারের ওই হামলায় ট্যাঙ্কারটিতে আগুন ধরে সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দুই নিকট প্রতিবেশী ইরান ও সৌদি আরবের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জেদ্দা বন্দর থেকে ৯৬ কিলোমিটার দূরে সমুদ্রে থাকা হামলার শিকার ট্যাঙ্কারটি ফুটো হয়ে সেটি থেকে তেল ছড়িয়ে পড়েছে বলেও জানায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ‘রেড সি’ এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে আবারও তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনায় দুই প্রতিবেশী ইরান ও সৌদি আরবের মধ্যে উত্তেজনার পারদ আরও চড়বে। ওই এলাকায় থাকা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নৌবহর ‘ফিফ্থ ফ্লিট’ থেকে ইরানের এ দাবি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছে। তবে এ বিষয়ে তারা আর কোন তথ্য দিতে রাজি হয়নি। সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাত দিয়ে ইরানী তেলের ট্যাঙ্কারে ‘সন্ত্রাসী’ হামলার কথা বলেছে। আর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তাদের দুটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর প্রচার করেছে। বেশ কিছুদিন ধরেই ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগরের মধ্যে সুয়েজ খালের মাধ্যমে সংযোগস্থাপন করা গুরুত্বপূর্ণ সমুদ্র পথ ‘রেড সি শিপিং এরিয়ায়’ উত্তেজনা বিরাজ করছে। গত মে ও জুন মাসে উপসাগরীয় এলাকায় তেলবাহী ট্যাঙ্কারে হামলা এবং গত মাসে সৌদি আরবের অন্যতম প্রধান একটি তেলক্ষেত্রে হামলার পর আবারও উপসাগরীয় এলাকায় তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটল। সৌদি তেলক্ষেত্রে হামলার পেছনে ইরান জড়িত বলে অভিযোগ রিয়াদ এবং ওয়াশিংটনে। তেহরান ওই অভিযোগ অস্বীকার করেছে। শুক্রবার ইরানী তেলের ট্যাঙ্কারে হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ শতাংশ বেড়ে গেছে।
×