ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাল্যবিয়ে থেকে রক্ষা

প্রকাশিত: ০৮:২৬, ১২ অক্টোবর ২০১৯

 বাল্যবিয়ে থেকে রক্ষা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামুতে প্রশাসনের হস্তক্ষেপে অষ্টম শ্রেণীর এক ছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার উপজেলার কচ্ছপিয়া হাইস্কুল পাড়ায় ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। ইউএনও বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন ১৪ বছর বয়সী এক মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুরে তিনি পুলিশ নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন। তাদের দেখে মেয়ের বাবা, বরসহ অন্যরা বাড়ি থেকে পালিয়ে যান। পরে বাল্যবিয়ের সহায়তার অভিযোগে মেয়ের মা এবং চাচাত ভাইকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
×