ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ের ॥ স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৮:২৫, ১২ অক্টোবর ২০১৯

 বাল্যবিয়ের ॥ স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ১১ অক্টোবর ॥ গতবছরের ১৯ জুন ১৪ বছর বয়সের এক কিশোরীকে ২১ দেখিয়ে বিয়ে করেন উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের সাবান আলীর পুত্র সুমন মিয়া। বিয়েটি নিবন্ধন করেন গাংগাইল ইউনিয়নের নিবন্ধক গোলাম মোস্তফা। বাল্যবিয়ের পর ওই কিশোরী স্বামী কর্তৃক নির্যাতিত হয়। গ্রাম্য সালিশে বিচার চাইলে সেখানেও অবিচারের শিকার হয়েছে সে। পরে নিরুপায় হয়ে অন্তঃসত্ত্বা কিশোরীর বাবা গাংগাইল ইউনিয়নের বাসিন্দা বৃহস্পতিবার রাতে মেয়ের স্বামীসহ চার নির্যাতককে অভিযুক্ত করে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেন। মেয়ের বাবা জানায়, তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। এজন্য স্ত্রী, কন্যাকে নিয়ে সেখানেই অবস্থান করতেন। ২০১৭ সালের রমজানের ঈদের কয়েকদিন আগে মেয়েকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। বাড়ি আসার কয়েকদিন পর সুমন মিয়া তার মেয়ের সম্মান নষ্ট করার চেষ্টা চালায়। মেয়ের কাছে ঘটনার বিবরণ শুনে সুমনের পরিবারের কাছে বিচার চান। কিন্তু বিচারের বদলে সুমনের মা সুমনের সঙ্গে মেয়ের বিয়ে দেয়ার প্রস্তাব দিয়ে গ্রামের কিছু মাতবর লাগিয়ে চাপ সৃষ্টি করতে থাকেন। কিন্তু আঠারো বছর না হওয়ায় তিনি বিয়ে দিতে রাজি ছিলেন না। এদিকে সুমনের পরিবার কিশোরীর একটি ভুয়া জন্মনিবন্ধন তৈরি করে বিয়ে দেয়ার জন্য চাপ দিতে থাকেন। পরে মেয়ের সম্মানের কথা বিবেচনা করে অনিচ্ছা সত্ত্বেও বিয়েতে রাজি হন। কিশোরী জানায়, বিয়ের ছয়মাস না যেতেই স্বামীর সঙ্গে তার মনোমালিন্য দেখা দেয়। পান থেকে চুন খসলেই স্বামী তাকে নির্যাতন করত। গত ১৮ সেপ্টেম্বর গ্যাসের চুলা নিভানোকে কেন্দ্র করে স্বামী তাকে বেদম মারধর করে।
×