ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমতলীতে মোবাইল চুরির অপবাদে বৃদ্ধাকে পিটিয়ে থানায় সোপর্দ

প্রকাশিত: ০৮:২৫, ১২ অক্টোবর ২০১৯

 আমতলীতে মোবাইল চুরির অপবাদে বৃদ্ধাকে পিটিয়ে থানায় সোপর্দ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১১ অক্টোবর ॥ বরগুনার আমতলী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাইয়ুমের বিরুদ্ধে রীনা বেগম (৫৫) নামের এক নারীকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশী বেলাল ওই বৃদ্ধাকে মোবাইল চুরির অপবাদ দিয়ে মারধর করে আমতলী থানায় নিয়ে যায়। ওই সময় ডিউটি অফিসার হিসেবে কর্র্মরত এ এএসআই কাইয়ুমও রীনা বেগমকে পিটিয়ে আহত করেন। বৃহস্পতিবার রাতে তাকে বরগুনা জেনারেল হাসপতালে ভর্তি করা হয়। জানা গেছে, আমতলী সদর ইউনিয়নের কড়াইবুনিয়া গ্রামের বেলাল মিয়ার বিয়ের অনুষ্ঠানে একটি মোবাইল চুরি হয়। ওই মোবাইলটি তালতলীতে একজনের কাছে খোঁজ পায়। রীনা বেগম ওই মোবাইলটি চুরি করে বিক্রি করেছেন এমন অপবাদ দিয়ে বেলাল ও তার পরিবারের লোকজন তাকে মারধর করে। পরে ওই নারীকে বেলাল আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোতাহার মৃধার কাছে নিয়ে আসে। চেয়ারম্যান রীনার মারধরের অবস্থা দেখে আমতলী থানায় সোপর্দ করেন। থানায় নিয়ে আসার পর কর্তব্যরত পুলিশ অফিসার এএসআই কাইয়ুম উত্তেজিত হয়ে রীনাকে বেধড়ক পেটাতে থাকে এবং মহিলা পুলিশ দিয়ে মারধর করান। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে ছেড়ে দেয়। স্বজনরা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। পরে পুলিশের ভয়ে ওই বৃদ্ধা আমতলী হাসপাতাল ছেড়ে বৃহস্পতিবার রাতে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত রীনা বেগম বলেন, বেলাল তার প্রতিবেশী।
×