ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে তেঁতুলিয়া নদীর ভাঙ্গন রোধের দাবি

প্রকাশিত: ০৮:২৪, ১২ অক্টোবর ২০১৯

 বাউফলে তেঁতুলিয়া নদীর ভাঙ্গন  রোধের দাবি

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১১ অক্টোবর ॥ বাউফলে তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙ্গনের কবল থেকে ধুলিয়া ইউনিয়নকে রক্ষার দাবিতে শুক্রবার লঞ্চ ঘাট থেকে নতুন বাজার পর্যন্ত আড়াই কিলোমিটার এলাকাজুড়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ভাঙ্গন প্রতিরোধ কমিটির উদ্যোগে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এ ইউনিয়নের প্রায় ৫ সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়। পরে লঞ্চ ঘাট এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব আবদুর রব খান, এলজিইডির সাবেক প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার এসএম সেলিম, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আবদুর বারেক, জেলা পরিষদের সদস্য জহির উদ্দিন বাবর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিচুর রহমান রব। সভাপতিত্ব করেন মোফাজ্জেল হোসেন মফু। বক্তারা ভাঙ্গন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় মান্না হাওলাদার নামের এক যুবক জানান, তেঁতুলিয়া নদীর ভাঙ্গনের কবলে গত পাঁচ বছরে দুই সহস্রাধিক বাড়ি-ঘর, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, জনপথ এবং কয়েক সহস্রাধিক একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা সংগঠক, সাবেক এমপি ও ন্যাপ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মরহুম সৈয়দ আশ্রাফ সহোসেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ মরহুম ইউনুস খান, পরমানু বিজ্ঞানী ড. মরহুম আবদুস সোবাহান ও স্লোব বাংলাদেশ নামের একটি এনজিওর প্রতিষ্ঠাতা আবদুল মোতালেবের আবাসভূমি এবং ধুলিয়া ও দুর্গাপাশা ইউনিয়নের শতাধিক স্কুল-কলেজ, মাদ্রাসা, এতিমখানা, মসজিদ, মন্দির, হাটবাজার ও আবাদি জমি।
×