ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শারদীয় উৎসবে শিল্পী বৃষ্টির দেশের গান

প্রকাশিত: ০৮:১০, ১২ অক্টোবর ২০১৯

 শারদীয় উৎসবে শিল্পী বৃষ্টির দেশের গান

সংস্কৃতি ডেস্ক ॥ শারদীয় উৎসব উপলক্ষে প্রকাশ পেয়েছে প্রতিভাবান শিল্পীর দেশাত্মবোধক গান ‘সোনার দেশে জনম আমার মাগো’। অডিও’র পাশাপাশি ইউটিউব ও ফেসবুক প্লাটফর্মে ভিডিও আকারেও প্রকাশ পেয়েছে গানটি। দীপঙ্কর দীপক রচিত গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বাসুদেব ঘোষ। পূজা উপলক্ষে শুক্রবার বাসু মিউজিক স্টেশন থেকে গানটি প্রকাশ হয়েছে। বিশিষ্ট সুরকার ও সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ বলেন, এখন আর কেউ মূল ধারার গান নিয়ে চর্চা করছে না। সঙ্গীতকে শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। ফলে দীর্ঘসময় টিকে থাকার মতো গান প্রকাশিত হচ্ছে না। এ গানটি সেদিক থেকে একেবারে আলাদা। গানের কথায় স্বদেশের প্রতি গভীর মমতাবোধ প্রকাশ পেয়েছে।
×