ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদের নৃত্য কর্মশালা

প্রকাশিত: ০৮:০৯, ১২ অক্টোবর ২০১৯

  বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদের  নৃত্য কর্মশালা

সংস্কৃতি ডেস্ক ॥ পঞ্চগড়ের বোদায় স্থানীয় উপজেলা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে শুক্রবার দিনব্যাপী নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রশিক্ষক ছিলেন দেশের খ্যাতনামা নৃত্যশিল্পী ও শিক্ষক শিবলী মুহম্মদ। এদিন সকাল দশটায় উপজেলা সাংস্কৃতিক পরিষদের নিজস্ব কার্যালয়ে এ কর্মশালা শুরু হয়। কর্মশালায় উপস্থিত হয়েছিলেন বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, পল্লী সাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক হারুন অর রশীদ, সূচনা বিদ্যা নিকেতনের অধ্যক্ষ সুলতান মাহমুদ। উপজেলা সাংস্কৃতিক পরিষদের নৃত্য প্রশিক্ষক আতাউর রহমান সুমন জানান, নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের উৎসাহিত এবং অনুপ্রাণিত করতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় ২৫ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণার্থী লাবণ্য রায় বলেন, শিবলী মুহম্মদের মতো বড় নৃত্যশিল্পীর সান্নিধ্য পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের। খুবই আনন্দময় সময় কাটিয়েছি আমরা। আমি আশা করি আজকের এই প্রশিক্ষণ আমার জীবনে বিশেষভাবে প্রতিফলিত হবে। প্রশিক্ষক শিবলী মুহম্মদ বলেন, সারা পৃথিবী ঘুরেছি নাচ নিয়ে। কিন্তু আমার দেশের ছেলেমেয়েকে কিছু শেখাতে চাই। ওদের মাঝেই বেঁচে থাকতে চাই। ওদের অনেকেরই হাতেখড়ি দিতে পারছি এটা আমার কাছে অনেকটাই প্রশান্তির। আশা করি ওরা অনেক ভাল কাজ করবে।
×