ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাকে নিয়ে টিপু আলমের লেখা গান গাইলেন রাজীব

প্রকাশিত: ০৮:০৯, ১২ অক্টোবর ২০১৯

 মাকে নিয়ে টিপু আলমের লেখা গান গাইলেন রাজীব

সংস্কৃতি ডেস্ক ॥ ‘মাগো মা ওগো মা, তুমি না হলে আমার জন্ম হতো না’ ক্লোজআপ তারকা রাজীবের কণ্ঠে মুক্তি পেল এমন আকেগপ্রবণ গানের মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন দিলারা জামান ও ঈরেশ যাকের। রূপতনুর সুর ও সঙ্গীতে এটি পরিচালনা করেছেন বৈশাখী টিভির অনুষ্ঠান ও বিপণন উপদেষ্টা বেণু শর্মা এবং প্রোগ্রাম ম্যানেজার লিটু সোলায়মান। বৈশাখী টিভির ফিলার সং হিসেবে প্রচারিত হচ্ছে গানটি। এ গানটিকে ঘিরে সীমান্ত সজলের পরিচালনায় নির্মিত হয়েছে ‘ওগো মা’ নামে একটি নাটকও। আসন্ন বিশ্ব মা দিবসে প্রচার হবে এটি। নাটকের গল্পও লিখেছেন টিপু আলম মিলন। গানটি এ নাটকের টাইটেল সং হিসেবেও ব্যবহার করা হবে। বৈশাখী টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এ গানের মিউজিক ভিডিও। মুক্তির পর থেকেই এ গানের প্রশংসা এখন নেট দুনিয়ায়। হাজার হাজার দর্শকের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে গানটি। গানের স্রষ্টা গীতিকার টিপু আলম মিলন বলেন, আমার মাসহ পৃথিবীর সকল যে যন্ত্রণা সহ্য করেন তা তিনি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। শিশুকাল থেকে কত না কষ্ট সহ্য করে সেই সন্তানকে তিনি লালন-পালন করে বড় করেন, বিয়ে থা দেন। কিন্তু বিয়ের পরই কোন কোন সন্তান যেন বদলে যায়। প্রায় সময়ই স্ত্রীর কথায় অবহেলা আর অসম্মান করে মাকে কষ্ট দেয়। কেউ কেউ আবার মাকে শারীরিক নির্যাতনও করে। কোন কোন মায়ের আবার আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। এ রকম ঘটনা আমরা অহরহই পত্রিকার পাতায় কিংবা স্যাটেলাইট চ্যানেলে সংবাদ আকারে দেখতে পাই। মায়ের প্রতি সন্তানের এ অশ্রদ্ধা, অসম্মান আর নির্যাতনের কারণেই আমি এ গানটি লিখতে তাগিদ অনুভব করি। রূপতনু যেমন সুর করেছে রাজীবও তার গায়কীতে এ আবেগটা ফুটিয়ে তুলেছে। এ গান শুনে বিপথগামী সন্তানরা যদি তাদের ভুল বুঝতে পেরে মায়ের প্রতি যথাযথ সম্মান দেখায়, তাদের দূরে না রেখে নিজের কাছে রাখে তাহলেই আমার লিখা সার্থক হয়েছে বলে আমি মনে করব। গানটি যারাই শুনবেন তাদের সবারই হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমার লিখা ‘ওগো মা’ নাটকের গল্পটিও মা আর সন্তানের সম্পর্কের এই টানাপোড়েনকে উপজীব্য করেই রচিত। পবিত্র কোরআন শরিফে মহান আল্লাহতায়ালা বলেছেন, তোমরা মা-বাবাকে সামান্যতম কষ্ট দিও না যাতে তারা উহ্ শব্দটি উচ্চারণ করে। রাসুলে করিম (সাঃ) বলেছেন, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশ্ত। তাই ইহকাল এবং পরকালের শান্তির জন্য মায়ের প্রতি শ্রদ্ধা, সম্মান আর সেবা যতেœর কোন বিকল্প নেই। গীতিকার টিপু আলম মিলন আরও বলেন, সন্তান জন্ম নেয়ার পর বাবা সে সন্তানকে ফেলে চলে যেতে পারে কিন্তু মা সন্তানকে ফেলে দেয় না। মানুষের বাসায় কাজ করে হলেও সে সন্তানকে লালন-পালন করে বড় করে তোলে। মায়ের এ ঋণ গায়ের চামড়া দিয়ে পায়ের জুতা বানিয়ে দিলেও শোধ হয় না। অথচ আমরা সেই মাকে ভুলে যাই অযথা কষ্ট দিই, অবহেলা করি, অসম্মান করি। এটা যে কতটা বেদনাদায়ক তা বলে বোঝানো যাবে না। চারপাশের এ ঘটনাগুলো আমাকে দারুণভাবে আবেগপ্রবণ করে তোলে। আল্লাহর এবাদত আর মায়ের সেবা ছাড়া সবই যে মূল্যহীন- বিষয়টি যদি সবাই উপলব্ধি করত তাহলে সমাজে এত অসঙ্গতি দেখতে হতো না। মিউজিক ভিডিও’র অন্যতম পরিচালক লিটু সোলায়মান বলেন, শুরু থেকেই আমি এ গানের সঙ্গে জড়িত। গানটা শুনেই আমি এর ভিজ্যুলাইজেশন চিন্তা করে ফেলি। অন্ধকার গর্ভে রক্ত লাল মাংস পি-। শূটিংয়ের প্রয়োজনে কালো ব্যাকগ্রাউন্ডে রাজীবকে লাল শার্ট পরিয়েছি- যাতে অন্ধকার মাতৃগর্ভে রক্তিম মাংস পি-ের অবয়ব বোঝা যায়। একের পর এক সিকোয়েন্স এমনভাবে ক্রিয়েট করি গান গাওয়ার সময় রাজীবের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। শূটিং শেষে রাজীব আমার বুক জড়িয়ে ধরে হাইমাউ করেন কেঁদে ফেলে। আমিও প্রচ- আবেগপ্রবণ হয়ে পড়ি। চোখের পানি ধরে রাখতে পারি না। আমি তাকে স্বাভাবিক হওয়ার জন্য সান্ত¡না দিই। রাজীবের অসাধারণ গায়কী দর্শকদের অন্য এক মোহময় জগতে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।
×