ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় অংশীদারিত্ব শক্তিশালী করতে হবে’

প্রকাশিত: ১২:২৮, ১১ অক্টোবর ২০১৯

‘উন্নয়ন চ্যালেঞ্জ  মোকাবেলায়  অংশীদারিত্ব  শক্তিশালী  করতে হবে’

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতিসংঘ সাধারণ পরিষদের বিতর্কে অংশ নিয়ে উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় বৈশ্বিক অংশীদারিত্ব শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। খবর বিডিনিউজের। স্থানীয় সময় বুধবার ৭৪তম অধিবেশনের দ্বিতীয় কমিটির সাধারণ সভার বিতর্কে মাসুদ বিন মোমেন বলেন, ‘উন্নয়নের পথে বিশেষ করে এজেন্ডা-২০৩০ অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় অবশ্যই শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তুলতে হবে’। এক্ষেত্রে তিনি উন্নয়ন সহযোগিতা বাণিজ্য, সরাসরি বৈদেশিক বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশসমূহকে পারস্পরিকভাবে আরও বেশি সহযোগিতার আহ্বান জানান। এছাড়া উত্তর-দক্ষিণ সহযোগিতার পরিপূরক হিসেবে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কাঠামোর সকল সুবিধা ও সম্ভাবনা পূর্ণমাত্রায় কাজে লাগানোর প্রতিও গুরুত্বরোপ করেন রাষ্ট্রদূত মাসুদ। উন্নয়ন ও সফলতা অর্জনে বাংলাদেশের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রাষ্ট্রদূত মাসুদ বঙ্গবন্ধু যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন তা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘দূরদর্শী নেতৃত্ব, সাহসী ও সুদৃঢ় উন্নয়ন পরিকল্পনা এবং জনকেন্দ্রিক’ উন্নয়ন নীতিমালার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘সমগ্র-সমাজ দৃষ্টিভঙ্গি’র কারণে বাংলাদেশ আজ শক্তিশালী আর্থ-সামাজিক ভিত্তির ওপর দাঁড়িয়েছে’। দারিদ্র্য বিমোচন, টেকসই প্রবৃদ্ধি, জলবায়ু পরিবর্তনে সুরক্ষা, মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়ন পরিক্রমার নানাদিক তুলে ধরেন তিনি।
×