ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্বাস্থ্যকর খাবার

দুই প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১২:১৬, ১১ অক্টোবর ২০১৯

দুই প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরার ফায়ার অন আইস ও সুলতানী ভোজকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরীর নেতৃত্বে উত্তরার ফায়ার অন আইস রেস্তরাঁতে অভিযান পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও যথাযথভাবে খাবার সংরক্ষণ না করার অপরাধে রেস্তরাঁটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। শান্তুনু চৌধুরী জানান, উত্তরার ফায়ার অন আইসের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। সাদা ভাত কোন পাত্র ছাড়াই নোংরা জায়গায় ছড়ানো অবস্থায় ছিল। এছাড়া কাঁচা মাংস রেফ্রিজারেটরে মাখন এবং রান্না করা খাবারের সঙ্গে পাওয়া যায়। পাশাপাশি দুর্গন্ধযুক্ত মাংসও পাওয়া যায়। এছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট শম্পা কুন্ডুর নেতৃত্বে উত্তরার সুলতানী ভোজ রেস্টুরেন্টে অভিযান চালানো হয়।
×