ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিমানের পরিচ্ছন্নতাকর্মীর তিন মাসের কারাদণ্ড

প্রকাশিত: ১২:১৩, ১১ অক্টোবর ২০১৯

বিমানের পরিচ্ছন্নতাকর্মীর তিন মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ পঁচিশ হাজার রিয়েল আত্মসাতের চেষ্টা করায় বিমানবন্দরের এক পরিচ্ছন্নতাকর্মীকে তিন মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সৌদি আরব থেকে আসা এক যাত্রীর ২৫ হাজার রিয়েলসহ ফেলে যাওয়া হাতব্যাগ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেয়ার অভিযোগ ছিল ওই পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে। বুধবার রাতে পরিচ্ছন্নতাকর্মী মিলন হোসাইনকে ভ্রাম্যমাণ আদালত এ অপরাধে তিন মাসের কারাদ- দেয়। পরে যাত্রীকে ফেরত দেয়া হয় রিয়েলসহ তার হারানো ব্যাগ। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস এ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, যাত্রীর অভিযোগ পেয়ে আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যাগটি উদ্ধার করি। যাত্রীকে ব্যাগটি বুঝিয়ে দেয়া হয়েছে। বিমানবন্দরের এক পরিচ্ছন্নতাকর্মী ব্যাগ পেয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা না দিয়ে অসৎ উদ্দেশে নিজের হেফাজতে রেখে দেন। এ কারণে তাকে আটক করে আদালতে উপস্থাপন করা হয়। আদালত তাকে ৩ মাসের কারাদ- দিয়েছে। জানা গেছে, বুধবার বিকেলে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ইয়াসিন মোল্যা। ইমিগ্রেশন শেষে ল্যাগেজ নিয়ে ক্যানোপি-১ দিয়ে বের হয়ে যান তিনি। তবে আধা ঘণ্টা পরে আবার বিমানবন্দরে ফিরে আসেন ইয়াসিন। তিনি জানান, তার সঙ্গে থাকা হাতব্যাগ ফেলে গেছেন বিমানবন্দরে।
×