ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নগদ সহায়তা নিতে মূল্য সংযোজনের হার ৩০ শতাংশ হতে হবে

প্রকাশিত: ০৯:৫৭, ১০ অক্টোবর ২০১৯

নগদ সহায়তা নিতে মূল্য সংযোজনের হার ৩০ শতাংশ হতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৈরি পোশাক শিল্পের যেসব রপ্তানিকারক কোনো নগদ সহায়তা পান না, তাদের জন্য চলতি অর্থবছরে ১ শতাংশ বিশেষ নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ নগদ সহায়তা নিজস্ব কারখানায় উৎপাদিত তৈরি পোষাক রফতানির বিপরীতে নিতে পারবেন উদ্যোক্তারা। এক্ষেত্রে সংশ্লিস্ট রফতানিতে স্থানীয় মূল্য সংযোজনের হার ন্যূনতম ৩০ শতাংশ হতে হবে। ইইউ, আমেরিকা ও কানাডায় রফতানির বিপরীতে বিশেষায়িত অঞ্চলে অবস্থিত টাইপ-সি প্রতিষ্ঠানের উদ্যোক্তারাও নিতে পারবেন। বৃহস্পতিবার বাংলাদেশ বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। চলতি অর্থবছরে ৩৭টি পণ্য ও খাতে নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এর মধ্যে নতুনভাবে তৈরি পোশাক খাতে ১ শতাংশ বিশেষ নগদ সহায়তা এবং কনজ্যুমার ইলেক্টনিক্স, ইলেকট্রিক্যাল হোম ও কিচেন অ্যপ্লায়েন্স পণ্য খাতে ১০ শতাংশ নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারের মাধ্যমে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। গত অর্থবছরে ৩৫টি পণ্য ও খাতে নগদ সহায়তা দিয়েছিল সরকার।
×