ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউনাইটেড এন্টারপ্রাইজকে সর্তক করল কমিশন

প্রকাশিত: ০৯:২৮, ১১ অক্টোবর ২০১৯

ইউনাইটেড এন্টারপ্রাইজকে সর্তক করল কমিশন

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থবছর শেষ হওয়ার চার মাসের মধ্যে আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার ইউনাইটেড এন্টারপ্রাইজেস এ্যান্ড কোম্পানি লিমিটেডকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বৃহস্পতিবার বিএসইসির ৬৯৯তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গেছে, ইউনাইটেড এন্টারপ্রাইজেস এ্যান্ড কোম্পানি লিমিটেড ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী উক্ত বছর শেষ হওয়ার ৪ মাসের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কমিশনের নিকট দাখিল করতে ব্যর্থ হয়। এর ফলে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি ১৩(৪) লঙ্ঘন হয়।
×