ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল

প্রকাশিত: ০৮:৪৩, ১১ অক্টোবর ২০১৯

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে প্রায় ৩০টি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউ সাউথ ওয়েলসে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসে দাবানল থেকে কয়েক দফা আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশী কুইন্সল্যান্ডেও অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফলে বেশ কিছু এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৪০ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছেছে। আগুনে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। তার অবস্থা গুরুতর। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। -এবিসি নিউজ হৃদরোগে পান্ডার মৃত্যু থাইল্যান্ডের চিয়াং মাই চিড়িয়াখানায় গত মাসে অজ্ঞাত কারণে একটি পান্ডা মারা যায়। পান্ডাটি মারা যাওয়ার কারণ হিসেবে হার্ট এ্যাটাককে বিশেষজ্ঞরা চিহ্নিত করেছেন। পুরুষ ওই পান্ডাটির নাম চুয়াং চুয়াং। এটি মারা যাওয়ায় সঙ্গী নারী লিন হুই একা হয়ে পড়েছে। পান্ডা দুটি চীন থাইল্যান্ডকে ধার হিসেবে দিয়েছিল। ২০২৩ সালে সেগুলো ফেরত দেয়ার কথা ছিল। তথাকথিত পান্ডা কূটনীতির অংশ হিসেবে চীন এগুলো থাইল্যান্ডকে ধার দেয়। -এএফপি এ্যাপ সরাল এ্যাপল চীনের আপত্তির মুখে এ্যাপল কোম্পানি মোবাইলের একটি এ্যাপ প্রত্যাহার করে নিয়েছে। ঐকসধঢ়.ষরাব নামের ওই এ্যাপ দিয়ে হংকং বিক্ষোভকারীরা পুলিশ উপস্থিতি আগেভাগেই জেনে নিতে পারত। বেজিংয়ের ভাষায় এ ছিল এক ‘বিষাক্ত এ্যাপ’। বেজিংয়ের আপত্তি সত্ত্বেও কয়েক মাস এ্যাপটি প্রত্যাহার করেনি এ্যাপল। তবে এখন সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটতে পারে এমন আশঙ্কায় টেক জায়ান্ট এ্যাপল এ্যাপটি সরিয়ে নিল। -নিউইয়র্ক টাইমস
×