ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেসবুকের কারণে হারানো শিশুকে পেল বাবা-মা

প্রকাশিত: ০৩:৩৫, ১০ অক্টোবর ২০১৯

ফেসবুকের কারণে হারানো শিশুকে পেল বাবা-মা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কারণে হারিয়ে যাওয়া চার বছরের শিশুকন্যাকে খুঁজে পেয়েছে তার বাবা-মা। ঘটনাটি নগরীর কাউনিয়া এলাকার। থানা পুলিশের হাতে উদ্ধার হওয়া শিশুটিকে তার বাবা-মা ফিরে পেয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে কাউনিয়া থানার এসআই তানজিল আহমেদ জানান, বুধবার সকাল ১০টার দিকে আমানতগঞ্জ এলাকার শহীদ শুক্কুর গফুর পার্কের সামনের রাস্তায় চার বছরের ওই শিশুটি ঘোরাফেরা করছিলো। বিষয়টি কাউনিয়া থানা পুলিশের সদস্যদের নজরে আসলে তাকে হেফাজতে নেয়া হয়। পরে শিশুটির সাথে কথা বলে জানা যায়, তার নাম জান্নাত এবং তার বাবার নাম হেলাল ও মায়ের নাম সালমা। তবে সে তার ঠিকানা বলতে পারছিলো না। তাৎক্ষনিক থানা পুলিশের সদস্যরা ওই শিশুটির ছবি তুলে হারিয়ে যাওয়ার বিষয়টি অবগত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পাশাপাশি স্ট্যাটাসটির শেষে যোগাযোগের জন্য থানার এসআই তানজিল আহমেদের মোবাইল নম্বর দেয়া হয়। ফেসবুকে বিষয়টি দেখে কিছু সময় পরেই শিশুটির বাবা ও মা থানায় গিয়ে হাজির হন। পরবর্তীতে পুলিশ কর্মকর্তারা তাদের পরিচয় নিশ্চিত করে শিশুটিকে তার বাবা ও মায়ের কাছে হস্তান্তর করেন।
×