ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

প্রকাশিত: ০৩:২৩, ১০ অক্টোবর ২০১৯

সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচর ও নির্যাতন ও ষড়যন্ত্রমূলক মিথ্যা ধর্ষণ মামলা দায়েরের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের কালীপদ দাস ও গ্রামবাসী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালীপদ দাস। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মোঃ ইউসুফ খান ও আমাদের একই বাড়ীর মনিকা রানী ওরফে মুঙ্গলী রানী বিভিন্ন সময়ে অকথ্য নির্যাতন করে আসছিল। এর ধারাবহিকতায় কালীপদর কলেজ পড়ুয়া মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। এর পর তার মেয়ের ছবি বিকৃত করে খারাপ ছবি জনসম্মুখে ছেড়ে দেয়। এ ঘটনায় গলাচিপা থানায় পর্নগ্রাফী আইনে মামলা করে কালীপদ দাস। এ মামলায় মুঙ্গলী রানী তার ছেলে সুশান্তকে বাঁচাতে তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলা আদালতে দায়ের করেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন। সাংবাদিক সম্মেলনে গ্রামবাসী ছাড়াও বিভিন্ন গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
×