ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব শিশু দিবসে আমরা কুঁড়ির সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ১৩:৩৮, ১০ অক্টোবর ২০১৯

বিশ্ব শিশু দিবসে আমরা কুঁড়ির সাংস্কৃতিক অনুষ্ঠান

সংস্কৃতি ডেস্ক ॥ জাতীয় শিশু-কিশোর সংগঠন আমরা কুঁড়ি বিশ্ব শিশু দিবস উপলক্ষে ৫ অক্টোবর বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনের মধ্যে ছিল শিশু অধিকার বিষয়ক বিভিন্ন দাবিতে মানববন্ধন। মানববন্ধন শেষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানববন্ধনে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সারাদেশে কোচিং ক্লাস বন্ধ এবং স্বাধীনতা দিবস, বিজয় দিবস, অমর একুশে ফেব্রুয়ারি, ১লা বৈশাখ, জাতীয় শোক দিবস, জাতীয় শিশু দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে বিশেষ কোচিং ক্লাস বন্ধের দাবি জানানো হয়। সংগঠনের চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, অধ্যক্ষ এম এ মান্নান মনির, আমরা কুঁড়ির উপদেষ্টা মোসলেম উদ্দিন হাওলাদার ও মোঃ ইব্রাহিম। বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ফেরদৌস আরা বন্যা, উদ্যাপন কমিটির আহ্বায়ক শফিউল আলম বাবু ও শিশু বক্তা ফাবিহা প্রিয়ম। অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করা হয়। চিকিৎসা সেবায়- অধ্যাপক লায়ন ডাঃ মোঃ শাহীন রেজা চৌধুরী, অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম ও তানিয়া আহমদ, নৃত্য পরিচালক নিলুফার ওয়াহিদ পাপড়ি ও উদ্যোক্তা মোঃ জাকির হোসেনকে সম্মাননা দেয়া হয়।
×